Category:#3 Best Seller inপশ্চিমবঙ্গের বই: রোমান্টিক কবিতা
প্রেমের কবিতা
ভূমিকা(কিছু অংশ)
প্রেমের কবিতা বিষ্ণু দে-র কবিতার অনেকখানি জায়গা জুড়ে রয়েছে। তার বেশ কিছু একত্রে পরপর পড়তে পেয়ে তাঁর কবিতার পাঠক আনন্দিত হবেন, অল্প-পরিচিত বা একেবারে অপরিচিত পাঠক ও উপকৃত হবেন – এই মনে করে বইটির প্রকাশনা ।
এবার সম্পাদনার কথায় আসি। এ-বইয়ের বেশ কিছু কবিতা কোনো দীর্ঘ বা দীর্ঘতর কবিতার অংশ মাত্র। স্বয়ংসম্পূর্ণ কবিতা হিসাবেই তারা এখানে তাদের জায়গা করে নিল। মূল কবিতার দিক থেকে দেখলে হয়ত এভাবে অংশ তুলে দেওয়া ঠিক নয়, কিন্তু মূল কবিতাই এখানে অনেকটা পিছনে সরে গিয়েছে। সেই কারণে তার নাম-কবিতাটির পরিচয় দেওয়ার জন্য দরকার হলেও— যেমন দরকার যে বইয়ের থেকে কবিতা তার নাম- নাম হিসাবে ঠিক সঙ্গত নয়। অনেকটা গঙ্গাজলে গঙ্গাপূজার মতো যে অংশটুকু নিয়েছি তার প্রথম ক'টি শব্দ বা পুরো লাইন উদ্ধৃতি-চিহ্নের মধ্যে রেখে নতুন করে কবিতার শিরোনাম দিলাম ৷ মূল কবিতার নাম পরে বন্ধনীর মধ্যে ও বইয়ের নাম কবিতার শেষে দেওয়া আছে।
ঠিক দীর্ঘকবিতা নয়, বরং একটিই শিরোনামে লেখা কবিতাগুচ্ছ বা কবিতা- মালা থেকে নেওয়া কবিতারও এই একইভাবে শিরোনাম দিলাম । যেখানে কবি সঙ্কলিত কবিতাগুলির আলাদা নাম দিয়েছিলেন সেখানে আর এই শিরোনাম - রীতির প্রয়োজন হয়নি । সেখানে কোলন-চিহ্নের ব্যবধানে কবিতাগুচ্ছের নাম ও কবিতাটির নাম, দুই-ই রইল ।
কবিতা সাজানো সম্পর্কে কিছু বলার আছে। ‘পরপর পড়া'র কথা প্রথমেই বলেছি। মনে হতে পারে রচনাকাল অনুসারে কবিতা সাজানো হয়েছে। কিছুটা তাই, পুরোপুরি নয়—সম্ভবও নয়। বহু কবিতার সঠিক রচনাকাল, বলা যায়, ‘অনুমানে শুরু, সমাধা অনিশ্চয়ে'। সেদিকে আর বেশীদূর না গিয়ে মোটামুটি একটা রচনাকালের হিসাবের সঙ্গে শুধুই কবিতাপড়ার তৃপ্তির কথা – যেমন একই সুরের, বা ভাবের সংক্রমণের, কবিতা পরপর পড়ার তৃপ্তি, আমাদের যা ঠেকেছে— মনে রেখে কবিতা সাজালাম। সেইজন্য কোনো কোনো জায়গায় রচনাকাল-জানা কবিতাও কিছু আগে-পরে করে রেখেছি। এই জটিল বিষয়টিতে বা তার তথ্যে বইটিকে আর অযথা ভারাক্রান্ত করছি না। ...
Report incorrect information