Category:পশ্চিমবঙ্গের বই: রাজনীতি, ইতিহাস ও ঐতিহ্য
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
বঙ্গের জাতীয় ইতিহাস
(কিছু অংশ)
রাঢ়ীয় ব্রাহ্মণ-বিবরণ
চতুর্থ পরিচ্ছেদ
কুক্ষণে মহারাজ লক্ষ্মণসেন শাসনদণ্ড গ্রহণ করিয়াছিলেন। তাঁহার শৌর্য, বীর্য ও পাণ্ডিত্য তাঁহাকে দুরপনেয় কলঙ্ক হইতে রক্ষা করিতে পারিল না। রাজপুরুষগণের ষড়যন্ত্রে ভীরু দৈবজ্ঞগণের প্ররোচনায়, গৌড়াধিপতি বন্ধু বান্ধব পরিত্যক্ত হইয়া, অবশেষে মহম্মদ ই বখতিয়ারের কূটনীতি প্রভাবে সোনার গৌড়রাজ্য মুসলমানের করে অর্পণ করিলেন।
কুলাচার্য হরিমিশ্র লিখিয়াছেন-
বল্লাল নয় রাজা লক্ষ্মণ মহাশয়, জন্মগ্রহ ভয়ে ও দোষে তাঁহার কলঙ্ক ঘটিয়াছিল। তিনি প্রায়শ্চিত্ত করিয়া ব্রাহ্মণগণকে দান করিয়াছিলেন। তাঁহার পুত্রের নাম কেশব, তিনি যবনের ভয়ে' গৌড় রাজ্য পরিত্যাগ করায়, পুনরায় ( রাঢ়ীয়) ব্রাহ্মণগণের মর্যাদা স্থাপন করিতে সমর্থ হন নাই। অনন্তর সেনবংশে দনৌজামাধব জন্মগ্রহণ করেন। সকল নৃপতিই তাহার পদসেবা করিত। এই মহারাজের সভার (পূর্বোক্ত) দ্বাবিংশতি কুলসম্ভূত বিবিধ গুণসম্পন্ন ব্রাহ্মণগণ আগমন করেন। মহারাজ দনৌজামাধব পিতামহকে পরাজয় করিবার ইচ্ছায় রাজসম্মান ও ধনদ্বারা ব্রাহ্মণগণের সম্বন্ধ স্থাপন করিয়াছিলেন।
Report incorrect information