1 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 100
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
Related Products
Product Specification & Summary
কে তুমি (কিছু অংশ)
অচেনা নির্জন বলে এমন মনে হল কিনা জানি না। কথাটা কানে এসে ধাক্কা মেরেছে। শুধু কানে নয়, বকে মাথায়ও, সজোরে । যার মুখে শুনলাম, এই মহতে ফিরে তাকিয়ে তাকে ঠিক মানুষ ভাবতে পারছি না । কেমন দ্বিধাগ্রস্ত ভাব । অথচ চাক্ষুষ দেখছি, একটা জলজ্যান্ত রক্তেমাংসে গড়া মানুষ ।
আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে ।
সিংহলে এসে বেড়াতে বেড়াতে কত না ঘুরলম। রোদ্দুরের লুকোচুরি দেখেছি পাহাড়ের ওপর। গাছের ফাঁকে ফাঁকে আলো- ছায়ার খেলা । কোন পাহাড়ে মেঘ কোন পাহাড়ে কুয়াশা। আবার কোন পাহাড়ে সোনালীর ছটা ।
এসব রহস্য মনে হয়নি। স্ত্রীলোকটিকে ।
যতটা মনে হচ্ছে কাছের
পথ চলতে চলতে অনেক লোকের সঙ্গে দেখা। কারো মুখে শানেছি এখানকার আবহাওয়া। কারো মখে এখানকার নানা ধর্মে'র লোকের বসবাসের কাহিনী। কারো মখে ইতিহাস ।
মহাভারতে আছে রাজা যুধিষ্ঠিরের রাজস রযজ্ঞে সিংহলের রাজা নাকি বহু মণিরত্ন নিয়ে গেছলেন। বৌদ্ধশাস্ত্রের মতে খ্রীষ্টপূর্ব পাঁচশো তেতাল্লিশে বাঙলার বীর সন্তান এখানে আসেন। বিজয় বিজয় সিংহ বিজয়ী অধীশ্বর হয়ে বসেন সিংহলের
সিংহ । সিংহাসনে ।
শনে বুক ভরে উঠেছে আনন্দে। এ আনন্দ সংবাদ এখানকার মাটি এখানকার আকাশ এখানকার বাতাসও শানিয়েছে। শনিয়েছে সমদ্রের নীল ঢেউ ছন্দে ছন্দে দুলে উঠে ! সপ রি-নারকোল বনও ডেকেছে কাছে । অমর বাণীর ঢল নামছে। সবুজ পাতা বেয়ে, গাছ বেয়ে বেয়ে ।
জঙ্গলে গাছের আড়ালে ঢুকিয়ে পড়তে দেখেছি বেদ্দাসদের।