Category:কলকাতা পুস্তকমেলা ২০২৫
বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
কবিতা সংগ্রহ -২য় খন্ড
(কিছু অংশ)
খেলা
. ভীষণ মহান্ শিশুরা খেলছে
বারান্দা থেকে দিগন্ত ছিঁড়ে প্রকাণ্ড মহাকাশে সবুজ ভূজে আপূর্যমাণ আহার্য ব্রহ্মার
শিশুদের খেলা প্রচলিত মৃত্যুকে
প্লাস্টিকে-গড়া গণেশ ঠাউরে দুমড়ে ভেঙে দিয়েছে
একাকাশ আজ আকাশ ও মৃত্তিকা
একটি শিশুর সঙ্গে আরেক শিশুর তফাৎ
ঈশ্বরদের ঈর্ষা জোগায়
কেননা তাঁদের চরিত্র একাকার
আমি হোমানল জ্বেলে বসে আছি পুবের বারান্দায়,
নিঃসঙ্গতা আমার উপকরণ,
শিশুরা খেলছে অথৈ খেলছে, তাদের লীলাঙ্গন সঙ্গহীনতা শেখেনি কখনো, ওরা প্রশংসা চায় এ ওর সমীপে, ওদের এই ধরন
দারুণ মৈত্রী, আমি এ খেলায় যোগ দিতে পারব না
সকাল দুপুর বিকেল সন্ধে গহন রাত্রি
একঘন তবু শিশুরা খেলছে
কোন কবন্ধ-ভাটিয়ালি থেকে তোরা জোর পাস
আমাকে বলে দে
Report incorrect information