শব্দের গভীরে অসংখ্য গুঞ্জরণ আবার একই সাথে অনাবিল নৈঃশব্দ-এই দুইয়ের ফাঁকে ব্যক্তিগত জাদুতে এক অপূর্ব ব্ল্যাকহোলের ভূমিকায় দাঁড়িয়ে রহমান হেনরী স্বয়ং। তার ভাবনার মিহিকথা সময়ের নিশ্ছিদ্র শরীরে টইটম্বুর ছন্দ তোলে আর শব্দশৈলীর কারুবিন্যাস শুধু বাংলা কবিতার ধারাবাহিক ঐতিহ্যই মনে করিয়ে দেয় না, যুক্ত করে নতুন এক মেধাবী চুম্বন।
তার ভাব-বর্ণ-ভাষা-সুর-রূপক- নিজের মতো স্বতন্ত্র; এক নব্য প্লাটফর্মে, নব্য ভঙ্গিমায় বাংলা কবিতায় লাজুক, ঝুরঝুরে হাওয়ার দিনে তিনি আকস্মাৎ হীরকদ্যুতির মতো স্মার্ট, উজ্জ্বল; মিছেমিছি স্বপ্নকে ছাড়িয়ে বাস্তবতার
ডানামেলা