16 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 234
বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
Related Products
Product Specification & Summary
হতাশ হবেন না!- ৫ম খন্ড (কিছু অংশ)
হতাশ হইনি
আমার কাছে প্রায়ই তরুণ তরুণীরা চিঠি লেখেন চারিদিকে প্রচণ্ড হতাশা, নৈরাশ্য ও অবসাদের মধ্যে কী করে বাঁচাবো বলে দিন।
আমি কোনও পীর পয়গম্বর বা ধর্মগুরু নই, কোনও বড় নেতাটেতাও নই। আমি সামান্য একজন লেখক। পেশায় সাংবাদিক। বারাসাত মহকুমার গোবরডাঙা গ্রামে আমার জন্ম। আর পাঁচটা গ্রামের ছেলেদের মতই আমার শৈশব ও প্রথম যৌবন কেটেছে সাধারণভাবে।
তবে আমাকে এইসব চিঠি লেখার একটিই কারণ, ১৯৮৩ সালের দিকে আমি হঠাৎ একটি বই লিখে ফেলি ‘হতাশ হবেন না”। সত্যি কথা বলতে কি বইটি লিখেছিলাম নিজের জন্যই। যে কোনও পথিক যখন মশাল জ্বালে হয়তো নিজের জন্যই জ্বালছে। কারণ অন্ধকারে তাকে পথ হাঁটতে হবে। তার নিজের তৈরি মশাল তাকে পথ দেখায়। কিন্তু সেই মশালের আলোয় অন্যান্য পথিকদেরও উপকার হয়ে যায়। তারা তখন ওই আলোয় পথ দেখে দেখে নিজেদের গন্তব্যস্থলে চলে যায়।
হতাশ হবেন না-র আরম্ভটাও ঠিক এইভাবে হয়েছিল।