46 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 700TK. 609 You Save TK. 91 (13%)
In Stock (only 1 copy left)
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
Related Products
Product Specification & Summary
রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক ১৯টি গ্রন্থ প্রকাশনার কর্মসূচির মধ্যে সচিত্র ঢাকা কোষ অন্যতম। আধুনিক কোষ গ্রন্থের আদলে সংকলিত এ গ্রন্থের ভুক্তিসমূহের সময় পরিসর আংশিকভাবে গ্রাক-মোগল আমল থেকে বর্তমান সময় পর্যন্ত বিস্তৃত। ঢাকার প্রাকৃতিক, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক বলয়ের নানা বিষয়, প্রথা ও প্রতিষ্ঠান, ইতিহাস-ঐতিহ্য, স্থাপত্যিক ও প্রত্নতাত্ত্বিক নানা উপাদান, রাস্তা-ঘাট এবং নগর ও নাগরিক জীবনের নানা অনুষঙ্গ বর্তমান গ্রন্থের মূল উপজীব্য।
রাজধানী ঢাকার বিকশিত হওয়ার পিছনে যাঁরা সবিশেষ অবদান রেখেছেন, সেইসব কীর্তিমান ব্যক্তির অনেকেরই সংক্ষিপ্ত জীবনালেখ্য এই কোষ গ্রন্থে স্থান পেয়েছে। গ্রন্থের বর্ণানুক্রমিকভাবে বিন্যস্ত ভুক্তিগুলো ক্ষেত্র-বিশেষে কিছুটা সংক্ষিপ্ত হলেও তা বর্ণিত বিষয়ে পাঠকের অনুসন্ধিৎসা জাগাতে সক্ষম হবে। রাজধানী ঢাকা-সংশ্লিষ্ট সম্ভাব্য-ভুক্তির বিশাল তালিকা থেকে গ্রন্থটির বর্তমান সংস্করণে কেবল অপরিহার্য ও প্রধান বিষয়গুলো স্থান পেয়েছে। স্বীকার করতে দ্বিধা নেই যে, সীমিত সময় ও বর্তমান প্রকল্পের বিভিন্ন সীমাবদ্ধতার কারণেই এরূপ ঘটেছে।
বর্তমান গ্রন্থে স্থান পাওয়া ভুক্তিগুলো অতি অল্প সময়ে রচনা করেছেন বিষয়-বিশেষজ্ঞ, নবীন-প্রবীণ লেখক, গবেষকগণ ও ইতিহাসবিদরা। এঁদের মধ্যে বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যাপক, সাহিত্যিক-সাংবাদিক, পেশাজীবী ও দেশবরেণ্য বিশেষজ্ঞ রয়েছেন। ভবিষ্যতে ঢাকা কোষ গ্রন্থটির কলেবর বৃদ্ধি করে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে। বর্তমান গ্রন্থটি বাংলায় ভাষায় প্রকাশ করা হলো। এটি ইংরেজি ভাষাতেও প্রকাশ করা হবে এবং তার প্রস্তুতিও প্রায়-সম্পন্ন। এই সচিত্র কোষগ্রন্থটি সকল শ্রেণির পাঠকদের রাজধানী ঢাকা বিষয়ে অনেক অজানা তথ্য জানার সুযোগ করে দেবে।