ব্যাঘ্রমামার সাথে গল্প করে রাজুর সময় এখন বেশ ভালই কাটে। মাঠের এক পাশে বনের ধারে গাছের নিচে বসে দুই বন্ধু মিলে প্রতিদিনই গল্প করে। কি মজা ব্যাঘ্রমামা রাজুর বন্ধু। বলে কি! বাঘ আবার মানুষের বন্ধু হয় নাকি?
অবাক হওয়ার কিছুই নেই। ব্যাঘ্রমামা রাজুর সত্যি বন্ধু।
সেদিন ক্লান্ত দেহে মাঠের পাশে বনের ধারে গাছটার নিচে ঘুমিয়ে ছিল রাজু। ঘুমের মধ্যেই হঠাৎ মনে হলো তার পাশে যেন কেউ বসে আছে। ধীরে ধীরে চোখ খুলে তাকায় রাজু। চমকে ওঠে। পাশে বসে আছে মস্ত বড় এক বাঘ। ভয়ে রাজুর মুখটা শুকিয়ে যায়। বুকের ভিতরটা ধড়ফড় করে উঠে। রাজু ভাবে এখনই হয়তো বাঘটা ওর ঘাড়টা মটকে দিবে।
রাজুকে অবাক করে দিয়ে বাঘটা বলে উঠলো, ভয় পেয়ো না ভাগনে আমি তোমার ব্যাঘ্রমামা। আমি তোমাকে খুবই ভালোবাসি।
বাঘটার কথায় রাজু কিছুটা আশ্বস্ত হলেও বুকের ধুকধুকানি কমে না।
কোনো রকমে দম বন্ধ রেখে বলে, ভয় পাবো না? শুনেছি তোমরা অনেক হিংস্র।
সুযোগ পেলেই যে কোনো প্রাণির ঘাড় মটকে দাও।