13 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 330TK. 289 You Save TK. 41 (12%)
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
"কিশোর আনন্দ-১৩" বইটির ভূমিকা থেকে নেয়াঃ
তােমরা, আমাদের দেশের কিশাের-তরুণরা, যাতে আলােকিত মানুষ হিশেবে গড়ে উঠতে পার সেজন্য তােমাদের মন ও বয়সের উপযােগী সবচেয়ে সুন্দর আর স্বপ্নেভরা বইগুলাে তােমাদের হাতে তুলে দেওয়া দরকার। আমরা বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে বহুদিন ধরে সারা দেশে ঐ চেষ্টা করে আসছি। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তােমাদের হাতে আমরা তুলে দিচ্ছি নানারকম আনন্দময় উপন্যাস, মজাদার ভ্রমণকাহিনী, মহৎ মানুষদের ভূমিকা জীবনী, রম্যরচনা, বৈজ্ঞানিক কল্পকাহিনী ও আরও নানা ব্রনের বই—এমন সব বই যা পড়লে তােমাদের মন অনুভূতিময় ও কল্পনাপ্রবণ হয়ে উঠবে এবং জ্ঞানের উচ্চতর জগতে প্রবেশের জন্য তােমরা উন্মুখ ও যােগ্য হবে।
কিন্তু এসব বই পড়ার পাশাপাশি মানব-সভ্যতার সেইসব বিষয় ও তথ্যও তাে তােমাদের জানতে হবে যেগুলাে জানলে তােমরা সুঅবহিত আধুনিক বিশ্ব-নাগরিক হিশেবে গড়ে উঠবে। কিশাের আনন্দ প্রকাশ করা হল সে জন্যেই।
বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে ‘আসন্ন' নামে আমরা তােমাদের জন্য যে উৎকর্ষধর্মী মাসিক পত্রিকাটি বের করি তার লেখাগুলাে নিয়েই এই ‘কিশাের আনন্দ’ প্রকাশিত হচ্ছে।
একজন ছেলে বা মেয়ের যা কিছু জেনে বড় হওয়া উচিত তার অধিকাংশ তথ্যই তােমরা পাবে এই কিশাের আনন্দে। বিশ থেকে পঁচিশ খণ্ডে কিশাের আনন্দ প্রকাশের ইচ্ছা আমাদের রইল। এর মধ্যে বিজ্ঞান, দর্শন, ইতিহাস, ভূগােল, ভাষা, অর্থনীতি থেকে শুরু করে মানবজগতের অসংখ্য তথ্য তাে তােমরা পাবেই সেইসঙ্গে পাবে অনেক অনবদ্য গল্প, কবিতা, কুইজ, চুটকি, স্মরণীয় বাণী, এমনি আরও অনেক রমণীয় ও উপভােগ্য লেখা।
আমরা আশা করি যারা এই বইয়ের সবগুলাে সংখ্যা মন দিয়ে পড়বে। পৃথিবীর জ্ঞানজগতের সবচেয়ে জরুরি বিষয়গুলাে সম্বন্ধে তারা একটা মােটামুটি ধারণা পাবে।
এ বইয়ের সব লেখাই অত্যন্ত সুলিখিত ও উপভােগ্য। তােমাদের জন্য ভালাে ভালাে লেখকদের যেসব অনন্য লেখা তাদের বই ও পত্রপত্রিকায় ছড়িয়ে রয়েছে সেগুলােকে ঐ সব বই ও পত্রপত্রিকা থেকে সংগ্রহ করে এই সংকলনে প্রকাশ করা হয়েছে। লেখাগুলাে পড়ে তােমরা আনন্দ পেলে আমাদের কষ্ট সার্থক হবে।
কেবল কিশাের-তরুণরা নয়, আমাদের ধারণা সব বয়সের সবরকম মানুষই কিশাের আনন্দ’ একইভাবে উপভােগ করতে পারবেন এবং পড়ে উপকৃত হবেন। আবদুল্লাহ আবু সায়ীদ
বিশ্বসাহিত্য কেন্দ্র