Category:ঐতিহাসিক ব্যক্তিত্ব
রোমের অধিপতি হবার পর, সুলার সাধ হল সিজার যেন তাঁর পত্নী কর্নেলিয়াকে পরিত্যাগ করেন- যেহেতু সে কমনওয়েলথের শেষ শাসক সিন্নার কন্যা। কিন্তু সিজারকে তিনি ভীতি বা প্রলোভন কোনো কিছু দিয়েই এতে রাজি করাতে পারলেন না। সুতরাং সুলাকে কর্নেলিয়ার যৌতুক বাজেয়াপ্ত করেই আপাতত সন্তুষ্ট থাকতে হল। সিজারের প্রতি সুলার এই বৈরিতার হেতু মারিয়াসের সাথে তাঁর আত্মীয়তা। মারিয়াস সিজারের পিতার ভগ্নী জুলিয়াকে বিবাহ করেন। তাদের সন্তান, মারিয়াসের পুত্র, স্বভাবত সম্পর্কে সিজারের ফুফাত ভাই।
সুলা রোমের অধিপতি হয়ে অনেককে হত্যা করেন, অনেককে হত্যার পরিকল্পনা গ্রহণ করেন; কিন্তু সিজারকে উপেক্ষা করেন। তবে সিজার নীরবে বসে থাকেননি। তিনিও জনসাধারণের কাছে পাদ্রি পদপ্রার্থী হয়েছেন- যদিও তিনি সে-সময় বালকমাত্র। সুলা প্রকাশ্যে বিরোধিতা না-করে সিজারের এই পদপ্রার্থিতা বাতিল করে দেন। তারপর সিজারকে মৃত্যুদণ্ড দেবেন কিনা, এই নিয়ে জল্পনা-কল্পনা করতে থাকেন। কেউ কেউ পরামর্শ দেন, একটি বালককে হত্যা করা ঠিক হবে না।
Report incorrect information