আমি উইনি ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার জনগণের সংগ্রামের প্রতীক নেলসন ম্যান্ডেলার স্ত্রী। ১৯৫৮ সালের জুন মাসে আমরা বিয়ে করি। আমাদের পরিচয় ও বিয়ের ঘটনাগুলো মনে হলে এখনো আমি সেসব দিনে ফিরে যাই, যখন আমি আর নেলসন নানা ঘাত-প্রতিঘাতের মধ্যেও জীবনের উপভোগ্য সুন্দর মুহূর্তগুলো খুঁজে নিয়েছি, দাম্পত্য জীবনের স্বল্পস্থায়ী রোমান্স উপভোগ করেছি।
১৯৬২ সালের আগস্ট থেকে কারাগার থেকে কারাগারে, দ্বীপ থেকে দ্বিপান্তরে নেলসন নির্বাসিত জীবন ও কারাদণ্ড ভোগ করেছেন। আর আমি আমাদের দুই মেয়ে জিন্দজি এবং জেনির অভাগী মা, মাতৃহৃদয়ের সব স্নেহের ফল্গুধারা সত্ত্বেও ওদের প্রতি কর্তব্য পালন করতে পারিনি, '৫৮ সাল থেকে আজ অবধি কখনো কারগারে, কখনো নির্বাসনে এবং নানা বিধিনিষেধ ও গতিবিধি নিয়ন্ত্রণাদেশের মধ্যে জীবন কাটাচ্ছি। একনাগাড়ে কারাদণ্ড না দিলেও বর্ণবিদ্বেষী শাসকচক্র আমার বিরুদ্ধে নানা বানোয়াট অভিযোগ দায়ের করে কখনো নির্বাসনে পাঠিয়ে হয়রানি করছে, কখনো স্বাভাবিক মুক্ত মানুষের জীবন থেকে আমাকে বঞ্চিত করতে চাচ্ছে।