আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
মমতা ভিলা। রুবির শ্বশুর জাহেদ চৌধুরীর স্ত্রী মমতা বেগমের নামানুসারেই বাড়ির এই নামকরণ। অবশ্য জাহেদ চৌধুরী গত পাঁচ বছর হয় প্রয়াত। তিনি ছিলেন ঢাকা জর্জ কোর্টের উকিল। ভদ্রলোক একটি দ্বিতল বাড়ি তৈরি করেন লালমাটিয়ায়। এই বাড়িটি সেই মমতা ভিলা। মমতা ভিলার নিচ ও উপর তলা মিলিয়ে মোট দশটি কামরা।
জাহেদ চৌধুরীর বরাবর বৃক্ষের প্রতি একটা দুর্বলতা ছিল। তাই তিনি গাছের কদর করে গেছেন জীবিতাবস্থায়। শহরের এই বাড়িটিতে দু'টি নারকেল গাছ, একটি আম, একটি কাঠাল এবং সদর দরজার বাইরে রাস্তার পাশে দু'টি নাগেশ্বর বৃক্ষ রোপণ করে বাড়িটিকে করে তুলেছিলেন শীতল ও ছায়াময়।
ভদ্রলোক ছিলেন তিনটি পুত্র-সন্তানের পিতা। বড় ছেলে কবির, মেজ ছেলে কামাল ও ছোটটি কায়েস।
'আযান' বড় ভাই কবিরের একমাত্র পুত্র-সন্তান। যেদিন সে ভূমিষ্ঠ হয় সেদিন এই মমতা ভিলায় বয়ে যায় অনিন্দ্য এক আনন্দের জোয়ার। ছোট ভাই কায়েসের পুত্র 'আয়াত' ভূমিষ্ঠ হওয়ার দু'বছর পর ভূমিষ্ঠ হয় এই আযান। এগারো বছর বিবাহিত জীবন যাপনের পর অনেক আকাঙ্ক্ষার ফসল ওদের এই আযান। আযান নামটি এ বাড়ির মেজ বউ রুবির দেয়া। ওর বর্তমান বয়স নয়। চতুর্থ শ্রেণীর ছাত্র।