প্রাচীন দালানের থাকে ইতিহাস দিন, থাকে বোবা ভাষ্য যার অন্তরাল থেকে ছড়ায় আবছা অন্ধকার। দেখা মাত্র-মনে হতে পারে আঁতুড়ঘর থেকে বেড়িয়ে এসে অনুকম্পা চাইছে আলোক সম্রাটের কাছে কনডেম সেলের । এইতো সূচিপত্র আর প্রতিটি অধ্যায় এক একটি স্বতন্ত্র অগ্নিকূপ ঘড়ির কাঁটাকে স্থির রেখে প্রতিমুহূর্ত দুঃসময়কে জ্বলতে দেখে পলায়ন পর জন্মবোধ অলৌকিক অশ্বের পিঠে চেপে চাবুকের শব্দ পেছনে ফেলে দূরের কার্নিশে দৌড়ায় স্মৃতিকে প্রতিস্থাপন করি-তোমাদের বাগানবাড়িতে কোনো এক শীতরাত্রিতে লাল কয়লার উপর