১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
ফ্ল্যাপে লিখা কথা এই গ্রন্থের সন্নিবেশিত সবগুলো নিবন্ধকে দুটি পর্ব ভাগ করা হয়েছে, প্রথম পর্বের নিবন্ধগুলোকে আখ্যায়িত করা হয়েছে ‘অবিমিশ্র হিউমার’ তথা ‘নির্ভেজাল হাসরস’ হিসেবে ; কেননা ওগুলোতে হাস্যরসের পরিমাণ বেশি, তবে কিছু কিছু ক্ষেত্রে তত্ত্ব আর তথ্যেরও সমাবেশ ঘটেছে। আর দ্বিতীয় পর্বে সিরিয়াস কথাবার্তার অবতারণা করা হয়েছে বিধায় ওটার নাম করণ করা হয়েছে ‘ভ্রমণ বৃত্তান্ত ও অন্যান্য’।
নিবন্ধগুলো দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশকালে সমাজের বিভিন্ন স্তরের পাঠক-পাঠিকাদের কাছ থেকে উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া গিয়েছিল আর সেটাই -লেখাগুলো একত্রিত করে পুস্তকাকারে প্রকাশনায় উৎসাহ জুগিয়েছে। আশা করছি পাঠক মহলে বইটি সমাদৃত হবে।
সাবেক অধ্যাপক, আমলা ও কূটনীতিবিদ আতাউর রহমানের জন্ম ১৯৪২ সালে সিলেট জেলার গােলাপগঞ্জ উপজেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৪ সালে ইংরেজিতে অনার্স ও ১৯৬৫ সালে এম. এ. পাস। অতঃপর সিলেট এম.সি. (সরকারি) কলেজে অধ্যাপনা শেষে তৎকালীন কেন্দ্রীয় প্রতিযােগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে যােগদান। ২০০২ সালে ডাক বিভাগের ডি-জির পদ থেকে চূড়ান্ত অবসর গ্রহণ। মধ্যিখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক পদে এবং লন্ডন ও রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে বাণিজ্যিক ও কূটনৈতক দায়িত্বপালন। আতাউর রহমান এদেশের একজন প্রখ্যাত রম্যলেখক। ২টি উপন্যাস, ১টি আত্মজীবনী ও ১৩টি রম্যগ্রন্থসহ অদ্যাবধি তাঁর প্রকাশিত গ্রন্থের মােট সংখ্যা ১৬। লেখালেখির জন্য বেশ ক'টি পুরস্কারে ভূষিত। ভাষাগত ব্যুৎপত্তি : মাতৃভাষা ব্যতিরেকেও ইংরেজি, ফরাসি, আরবি ও উর্দু। হাস্যরস পরিবেশনা ও ধর্মীয় আলােচনা প্রধানতম শখ।