15 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 260TK. 182 You Save TK. 78 (30%)
In Stock (only 1 copy left)
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
Related Products
Product Specification & Summary
ফ্ল্যাপে লিখা কথা
প্রশ্ন করা মানুষের একটি সহজাত প্রকৃতি। তবে আজ থেকে হাজার বছর আগে মানুষের কাছে অনেক প্রশ্নের উত্তর ছিল একেবারে অজানা। তারপর সভ্যতার নবযুগে মানুষ বিভিন্ন বিষয়ে কার্যকারণ এবং অনিবার্য ফল নিয়ে বিস্তর ভেবেছেন। ধীরে ধীরে জ্ঞান বুদ্ধির বিকাশের সাথে সাথে মানুষ আবিষ্কার ও উদ্ভাবন করতে শুরু করে। আর তখনেই তার জানার ও প্রশ্নের উত্তরের পরিধি বৃদ্ধি পায়। একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের সূচনাতে আজ আমরা প্রায় সকল প্রশ্নের বিজ্ঞান ও বাস্তবসম্মত উত্তর জেনেছি। এটা অবশ্যই আমাদের গর্বের বিষয়। জীবন, মৃত্যু, বিকাশ, পৃথিবী, মহাকাশ, মহাবিশ্বের সকল বিষয়ই আজ আমাদের হাতের মুঠোয়। তারপরও আমরা নতুনত্বকে জানার স্পৃহায় ছুটে চলছি। আমাদের মস্তিষ্কের চিন্তা ভাবনা সবসময় ক্রিয়াশীল ও নেশায় মোহগ্রস্ত হয়ে থাকে জানার জন্য।
যে কোন ব্যাপারে প্রশ্ন করা খুব সহজ। কিন্তু তার উত্তর আর বিস্তারিত ব্যাখ্যা ততো সহজ নয়। সে জন্য দরকার যথার্থ চিন্তা ও জ্ঞানের অনুসন্ধান। এ গ্রন্থে ঠিক সেটাই করা হয়েছে। আমাদের মস্তিষ্কে যেসব সাধারণ প্রশ্ন বার বার উঁকি দেয় তারই বিজ্ঞানসম্মত ব্যাখ্যাবলি সংকলন করা হলো। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সকল বিষয়ই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পাঠক এ বই থেকে তাদের জ্ঞানের পিপাসা মেটাতে পারবেন।
কিছুকথা
প্রাগৈতিহাসিক কালের মানবজীবন আজকের মতো ছিলো না। কেবল তাই নয়, তখন মানবজাতি চিন্তাশীল ও বুদ্ধিমান ছিলো না। এক সময় মানুষ অন্যান্য বন্যপ্রাণীর মতো দল বেঁধে বিভিন্ন বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। তাদের নির্দিষ্ট কোনো বাসস্থান ছিলো না। তারপর মানুষ যখন ভাবতে শিখলো তখন থেকেই তাদের মাথায় হাজারো প্রশ্ন ভিড় করতে লাগলো। এই পৃথিবীর জীবন, জগৎ এবং মহাবিশ্বের নানা বিষয়ে চিন্তা ভাবনা এবঙ তার উত্তর খুঁজে পেতে শুরু করলো। একসময় চূড়ান্ত এবং সঠিক উত্তরে পৌঁছালো মানুষ। তারপর থেকে থেমে নেই আজ অবধি। অভ্যন্তরীণ পৃথিবী ছাড়িয়ে মহাবিশ্বের অপার রহস্য সন্ধানে ব্যস্ত আজকের বিজ্ঞানীরা। আর তাতে অনেকটা সফলকামও হয়েছে তারা । আজকে আমাদের দৈন্যন্দিন জীবনে জ্ঞান-বিজ্ঞান কেন্দ্রিক নানা বিষয়ে অজানা উত্তরের প্রশ্ন উঁকি মারে। েএর কোনোটার উত্তর হয়তো আমরা জানি বা খুঁজে পাই , আবার কোনোটা জানি না। এসব অজানা বিষয়ে আমাদের কৌতূহল আর আগ্রহ থেকে যায় বরাবরই। মানবমস্তিষ্ক পরম উৎসুক হয়ে থাকে এগুলোর উত্তর জানার অভিপ্রায়ে। এটাই মানবচরিত্রের একটি বিশেষ গুন। সৃষ্টির অন্যান্য প্রাণীর ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় না।
বুদ্ধিমান জীব হিসেবে মানুষ যে কোনো অপার রহস্য ভেদ করতে চায়। তাই নিজেকে প্রশ্ন করে আর উত্তর খুঁজে ফেরে সবসময়। দৈনন্দিন জীবনের এমনই অসংখ্য বিষয় নিয়ে এ বইটি লেখা হলো। আগ্রহী ও কৌতূহলী পাঠক এ থেকে তাদের জ্ঞানের পিপাসা মেটাতে পারবেন বলে আমি মনে করি।