'বহুজাতিক মন ভালোবাসে মানিব্যাগ' প্রথম কাব্যগ্রন্থ হলেও অনেকটা পরিণত। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী তরুণ। উন্নয়ন র অধ্যয়ন বিভাগের তৃতীয় অধ্যয়নরত। বাংলা কবিতার অলিতেগলিতে হাটতে ভালোবাসে। ভালোবাসে দেশজ কতি-সংস্কৃতির আবহ কবিতায় তৈরী করতে। তাই কখন কবিতায় তিনি লেখেন 'ভালোবাসার জন্য দাঁড়িয়ে থাকেন বক হয়ে' কখনো কবিতায় তার 'স্তব্ধ হৃদয় নারকেলের ফোস্কা হয়ে থাকে' কখনো তিনি তার কবিতায় 'মাছের বদল করেন ষোড়শী শিকার' কখনো বিরহ তাকে আঘাত করে আর তাই বলেন 'কই মাছের প্রাণ হয়ে শূণ্যতা ফিরে আসে বুক থেকে বুকে', কখনো নারীর 'কমলার কোষের মতো নরম ও রসালো ঠোঁট' দেখে অবাক হন আবার কখনো 'হতাশার বাষ্পে হন সিদ্ধ ভাপা পিঠা।' কবিতার ফেরিওলা হওয়াই তারএকান্ত ইচ্ছা।