2 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 250TK. 219 You Save TK. 31 (12%)
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
"বাছাই গল্প" বইয়ের ফ্ল্যাপের কথা:
মুক্তিযুদ্ধ পরবর্তী যে নাগরিক সমাজ গড়ে উঠেছে। বাংলাদেশের রাজধানী ঢাকাকে কেন্দ্রে রেখে- ছােটগল্পে এর নিষ্ঠ রূপকার মঈনুল আহসান সাবের। কিন্তু একথা একবাক্যে বলায় অনেকটাই না বলা থেকে যায় এই জন্যে, নাগরিক সমাজ, নাগরিক ক্লান্তি ও হতাশা, গ্রামীণ জনপদকে আত্মসাৎ করে আর বাসিন্দাদের শ্রম আর ঘামকে শােষণ করে শনৈঃশনৈঃ বেড়ে উঠেছে যে নগর- সেই জীবনে। অবসাদ ক্লান্তি হতাশা যেমন লতিয়ে পেঁচিয়ে থাকে পাশাপাশি এর সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে যায় নাগরিক মানুষের বিবিধ। বঞ্চনা ও হঠকারিতা, প্রবঞ্চনা ও শঠতা। মঈনুল আহসান সাবের গত চার দশক ধরে গল্পে সে কথা আমাদের জানিয়েছেন। জানিয়েছেন, নাগরিক জীবনের স্তরে স্তরে পংকিলতা, মুক্তিযুদ্ধের পরাজিতের সঙ্গে ‘জয়ী’র সহযাত্রা, মুক্তিযুদ্ধই যেন সেখানে এক মােক্ষম ব্যবসাযােগ্য উপাদান, জানিয়েছেন নাগরিক ক্লান্তির ভিতরে ব্যক্তির সমাজ-বিচ্ছিন্নতার গল্প। এদিকে নগরে সৃষ্টি হয়েছে। নারী-পুরুষের সম্পর্কের নতুন মাত্রা যা আগের প্রায় স্থবির ও জটিলতাহীন সমাজে ছিল প্রায় অদৃষ্টপূর্ব, অশ্রুতপূর্বও বটে। পাশাপাশি রাষ্ট্র হয়ে উঠেছে ব্যক্তিকে নিয়ন্ত্রণের এক মােক্ষক ব্যবস্থা। সেখানে ব্যক্তির জীবনে রাষ্ট্র কখনও কখনও এমনভাবে ঢুকে পড়ে যে ব্যক্তি আর ব্যক্তি থাকে না, তার মাথা কোনওভাবে উঁচু হয় না অথবা উঁচু করতে পারে না। পরাজিত সে মানুষ, অর্থবিত্তে পঙ্গু সে মানুষ। অথচ তার সামনেই ফুলে-উঠল প্রতিবেশী সে জানে না এই বিত্ত আর প্রতিপত্তি কীভাবে তার সামনে এসে হাজির, এত সাফল্য তার হাতে এখন আর কোনও ভাবে আঁটছে না। রাষ্ট্রের প্রশ্রয়ে আমাদের সামনে ভুশ করে ভেসে উঠে দাঁড়িয়ে গেছে মানুষের চেহারায় বিকৃত দানব। একটু দূর থেকে দেখলেই দেখা যায় মানুষটা আর মানুষ নেই, কাছে যেয়ে চোখে আতশ কাচ ধরার দরকার পড়ে না, খালি চোখই যথেষ্ট। মঈনুল আহসান সাবের এই খালি চোখের দেখাটাই স্পষ্ট করেন বারবার। চোখ কোঁচকালে কি এক চোখ বুজে এইসবই আমরা নিত্য পরিষ্কার দেখি, এমনকি চোখ বুজেও দেখি একেবারে । নির্মেদ মিতব্যয়ী আর নির্মোহ গল্পভাষায়। সাবেরের কলমের গল্পাঠ তাই প্রায় চার দর্শকের ক্রম পরিবর্তনশীল বাংলাদেশকে খুব কাছে থেকে দেখা।