আমাদের সর্বদা এমনভাবে চলা উচিত যেন আজকের দিনটিই আমাদের শেষ দিবস। যত অন্যায়,অবিচার আছে সেসকল আমাদের ত্যাগ করা উচিত কিংবা এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। আমরা খুবই অল্প সময়ের জন্য পৃথিবী এসেছি নির্দিষ্ট সময়ের পর পৃথিবীর মায়া ত্যাগ করলে আমাদের আসলে কেউই মনে রাখবে না,কেউ কাউকে মনে রাখেও না। শুধু টিকে থাকবে আমাদের কর্মগুলোর স্মৃতি। আমরা যদি ভালো কাজের দৃষ্টান্ত রেখে যেতে পারি, তাহলে মানুষ আমাদেরকে মনে রাখবে একটা দীর্ঘ সময়। আর না হলে স্রোতের জলে আমরা কালের অতল গহ্বরে হারিয়ে যাবো সময়ের পরিক্রমায়। অন্যকে কোনো উপদেশ দেয়ার পূর্বে আমাদেরই সর্বপ্রথম সেই উপদেশ মেনে চলা উচিত। আমাদের চরিত্রকে সর্বদা উত্তমরূপে ধরে রাখতে হবে। কারণ,চরিত্র মানুষের অমূল্য সম্পদ। যা একবার হারালে আর ফিরে পাওয়া যায় না। মানুষ প্রাকৃতিকভাবেই স্বার্থপর। স্বার্থের ব্যাঘাত ঘটলেই কি আপন আর কি পর, কেউই কাউকে ছাড় দেয় না বিন্দুমাত্র। জীবনকে সুন্দরভাবে সাজাতে যেমন সত্যের বিকল্প নেই, তেমনি সুন্দর বসবাসযোগ্য ধরণী গড়ে তুলতেও অন্যকে ভালো কাজ করার উৎসাহ প্রদানের বিকল্প নেই।
প্রিয় উক্তিঃ
-চালাক লোকেরা অন্যকে উপদেশ দিবেন ঠিকই কিন্তু নিজেরা অন্যের দেয়া উপদেশ গ্রহন করবেন না।
-যার জীবনে ব্যর্থতা নেই সে কোনোদিন সফলতার আনন্দ কত মধুর হতে পারে তা উপভোগ করতে পারবেন না।
-ফাঁকি দিয়ে জীবন চলে না,তা হলে জীবন ফাঁকফোকরেই পড়ে থাকে।
-কেউ অমর হয়ে থাকার জন্য কাজ করেন না,কাজই তাকে অমর করে রাখে।
-সাহস করে পা ফেললেই হবে,আস্তে আস্তে এক পা দু'পা করে হাটতে থাকলে ওই পথটুকু কখন যে অতিক্রান্ত হবে তা টেরও পাওয়া যাবে না।