আমাদের মনোভুবন বিচিত্র এক আলো আঁধারির জগত। যেখানে অতি সাধারণ মানুষ থেকে শুরু করে একজন বুদ্ধিমান মানুষও বিচিত্র এক অনুভবের জগতে বসবাস করে।
মানুষের মন-সতত পরিবর্তনশীল। জীবনে পরিবর্তন না থাকলে সভ্যতার পরিবর্তন হতো না। মানুষ তার জীবনের চতুরঙ্গ চাপের মাঝেও নিজের মনকে নিয়ে ব্যতিব্যস্ত থাকে। স্পন্দিত অস্থির মন অহরহ স্বপ্ন দেখে যা তার ভবিষ্যৎ জীবনের উৎস করে মানুষ নিজে তার জীবনকে সুন্দর করে তুলতে পারে।
জীবন ভরপুর হোক এটাতো আমরা সবাই কামনা করি। জীবনকে উন্নতর করতে চাইলে মনের প্রস্তুতি দরকার। মনকে অভ্যাসের কারাগারে বন্দী করে রাখা ঠিক নয়।
জীবনের সকল যন্ত্রণাকে হাসিমুখে মেনে নিবার ক্ষমতা আয়ত্ত্ব করতে হবে এভাবেই। এড়িয়ে তারে পালাস রে, ধরা-দিতে হ’সনে কাতর’। তবেই সকল বিপত্তি কাটিয়ে সাফল্যের ফুল ফুটবে।
জুলফিয়া ইসলাম:কথাসাহিত্যিক, গীতিকবি ও শিল্পী। গ্রন্হসংখ্যা : ৫৭ টি। বাংলাদেশ টেলিভিশনের স্বীকৃত গীতিকার। "মেঘ ছুঁয়েছে স্বপ্ন" তার প্রথম অ্যলবাম। নিজের লেখা গানে কন্ঠ দিয়েছেন তিনি। আরো কন্ঠ দিয়েছেন শিল্পী সুবীর নন্দী,রথীন্দ্রনাথ রায়,রফিকুল আলম-সহ ভারতের শ্রীকান্ত আচার্য। সুরারোপ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল,শাহীন সরদার ও উদয় বন্দোপাধ্যায়। " পদ্মপাতায় জল" তার এই উপন্যাসটির ধারাবাহিক নাট্যরূপ প্রকাশিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনে (২০১১)। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য। ছিলেন শিক্ষকতায় ও সাপ্তাহিক ২০০০-এ। প্রতিষ্ঠাতা: জুলফিয়া ইসলাম সমাজকল্যাণ সংস্হা (JISKS) বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত প্রতিষ্ঠান। কর্ণধার: জুই প্রকাশন (JUI) পুরস্কার : বিশেষ বঙ্গবন্ধু পুরস্কার ১৪২৪ (বাংলা) দেশ পত্রিকা,কলকতা। প্রাতিষ্ঠানিক শিক্ষা: এম,এ,বি এড। ভ্রমণ:ভারত, সিংগাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই,সৌদি আরব,মালদ্বীপ, ইন্দোনেশিয়া।১৯৯৮ সাল থেকে প্রকাশিত মোট ৫৭ টি বইয়ের অধিকাংশই আছে বিদ্যাপ্রকাশে।এছাড়াও অনিন্দ্য প্রকাশনীতে আছে ৩ টি, অনন্যা প্রকাশনীতে আছে ৩ টি,পার্ল পাবলিকেশন্সে আছে ২ টি,বাংলাপ্রকাশে আছে ১টি,ন্যাশনাল পাবলিকেশন্সে ও জুই প্রকাশনে আছে ৬ টি বই,প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ।