2 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 150TK. 111 You Save TK. 39 (26%)
Related Products
Product Specification & Summary
১৮৭৬-৭৭ সালে আনুষ্ঠানিকভাবে টেষ্ট ক্রিকেটের যাত্রা শুরু হওয়ার ৯৫ বছর পর ১৯৭১ সালে একদিনের ক্রিকেটের যাত্রা শুরু হয়। ২০০৫ সালে এসে একদিনের ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ২০ ওভারের ম্যাচ আয়োজন করা শুরু হয়। টেষ্ট ক্রিকেট শুরুর দিকে ছয়দিনের হলেও পরে তা কমিয়ে পাচঁদিনের করা হয়। আর একদিনের ক্রিকেট ৬০ ওভারে শুরু হলেও পরে তা ৫০ ওভারে এসে ঠেকে। কিন্তু ২০ ওভারের ধুমধারাক্কা ক্রিকেট শুরুতেই বিতর্কের সৃষ্টি করলেও এখন বেশ দাপটের সঙ্গেই তা চলছে। শুরুতে বছরে ২/৩টা করে ম্যাচ খেলা হলেও এখন টেষ্ট খেলুড়ে দলের প্রতিটা সিরিজের সাথে একাধিক টোয়েন্টি-২০ ম্যাচ রাখা হয়। ক্যারি প্যাকার যেভাবে একদিনের ম্যাচে নতুনত্ব এনে দিয়েছিলেন ঠিক সেভাবেই ২০০৭ সালে ইন্ডিয়ান ক্রিকেট লিগ- আইসিএল নিয়ে আসেন কপিল দেব। একই বছর মূল বিশ্বকাপের পাশাপাশি আয়োজন করা হয় প্রথম টোয়েন্টি-২০ বিশ্বকাপেরও। তারপর একে একে চারটি আসর মাঠে গড়িয়েছে। অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল নামে অর্থের ঝনঝনানি দিয়ে টুর্ণামেন্ট আয়োজন করে পুরো ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে দেয়া হয়েছে। তারপর থেকে প্রতিবছরই একটি করে আসর মাঠে গড়াচ্ছে।