ভূমিকা
নসাস ঢাকা ইতিপূর্বে প্রয়াত বিশ্বনন্দিত চলচ্চিত্রকার ও জনপ্রিয় লেখক সত্যজিৎ রায়ের বাছাই গল্পের বই প্রকাশ করেছে--যাতে লেখকের বারোটি গল্প ছিল ,বইটির নাম,বাছাই বারো।”
বর্তমান গ্রন্থ ‘সেরা গল্প’ তেমনি সত্যজিৎ রায়ের সৃষ্টি অনেক অনেক গল্প থেকে আমাদের বেছে নেয়া আটটি গল্পের একটি দুরন্ত সমাহার বর্তমান দ্বিতীয়বার দি স্কাই পাবলিশার প্রথম মুদ্রণ প্রকাশিত হলো আমাদের অনুমতি নিয়েই। পরবর্তীতে ও স্কাই পাবলিশার ‘বাছাই বারো’ সংকলনটিও প্রকাশ করবে।
আমরা আশা করি, বাছাই বারোর মতো ‘সেরা গল্প’ ও প্রচন্ডভাবে আদৃত হবে।
-জর্জ
৪৩ দীননাথ সেন রোড
পোঃ গেন্ডারিয়া গ্রীন
ঢাকা-১২০৪