আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
- মোহম্মদ ইসরাইল! বলেন কি! ছেলে, বাবা, দাদা- তিনজনেরই একই নাম!
মোহাম্মদ ইসরাইল কিছু বলেন না। একটু পরে সহযাত্রী বললেন, আমি ওকালতি করি। আমার প্রায় সব মক্কেলই মুসলমান। তাদের মধ্যে এমনটা দেখি নি। আপনাদের মধ্যে এমন চল আছে নাকি?
-না, নেই।
-তবে!
মৃদু হাসলেন মোহাম্মদ ইসরাইল। বললেন, আপনার সাথে তো এই মাত্র দেখা হলো। আমার পরিচয়ই তো আপনি ভালো করে জানলেন না। এর মধ্যে, আমার বাপ-দাদার নাম-পরিচয় জানতে চাইলে কি-না। তা-ই নিজের নামটাই বারবার বল্লাম।
খানিকটা যেন চিন্তা করে সহযাত্রী হো হো করে হেসে উঠলেন।