বইটি প্রথম ফ্ল্যাপ থেকে
'আঠারো বছর পর একদিন' গল্পগ্রন্থের গল্পগুলোতে সমকালীন বাংলা ছোটগল্পের বীক্ষণ, সৌন্দর্য ও অগ্নৎপাত ছড়িয়ে আছে। কথাশিল্পী মনি হায়দারের গল্পে মানুষ মানুষের আন্ত:সমীক্ষার
মানচিত্র সুস্পষ্ট সৌন্দর্যে পদ্মপাতার ওপর শিশির বিন্দুর মতো ভাসমান থাকে। 'আঠারো বছর পর একদিন' গল্পগ্রন্থের গল্পগুলোতে দহন, প্রেম, ঈর্ষা,অন্ধকার, আলো, স্নিগ্ধসুখ, অসুখ, পরকীয়া, বিনম্র কুসুমকাম এবং শেষ পর্যন্ত কামের অধিক সুখ
পাঠকদের নিয়ে যাবে অন্যজগতে। ষোলোটি গল্পের মধ্যে ক্ষতবিক্ষত বাংলাদেশ, বিশ্ব-রাজনীতির হিমায়িত পাথর, চঞ্চল মনের নির্মম অভিলাষ, গল্পের মধ্যে অনুগল্প, এই গ্রন্থ মহাগল্প, যথাগল্পের দ্রবণে ভাস্বর। পাঠকের মনোযৌবনে আনবে তীব্র স্রোত, বিষন্ন বিকেলে আনবে কুসুমের ঘ্রাণ, রাতের অন্ধকারে বয়ে আনবে সাদা জোৎস্নার পালক।