আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
বাজারের মধ্যে বটগাছের ছায়ায় গাড়িটাকে পার্ক করে নামতেই শাহেদ আক্তারের চারপাশে কিছু মানুষ জড়ো হয়ে গেল। ব্যবসার কাজে প্রায় পনের দিন চিটাগাং ছিলেন উনি। আজ এসেছেন। আর্দালি মোস্তাক মিয়া আগে থেকেই জানে তার সাহেব আজ আসবে। মোবাইলের কল্যাণে গ্রামেগঞ্জেও খবরাখবর আদান-প্রদান এখন ডাল-ভাত।
কাল রাতেই শাহেদ আক্তার ফোন করে আজ আসার কথা জানিয়েছেন মোস্তাক মিয়াকে। যাতে বিকালে সে বাজারে থাকে। তাই মোস্তাক মিয়া এক রকম দুপুর থেকেই বাজারে এসে অপেক্ষা করছে। আর যারা বিভিন্ন প্রয়োজনে এতদিন শাহেদ আক্তারের আসার অপেক্ষায় ছিল তারাসহ আরো অনেকে এসে জড়ো হয়েছে, উনি নামতে নামতেই।