আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
প্রি-অর্ডারের এই পণ্যটি 10 Jan 2026 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে.
দীন মুহাম্মদের কবিতায় জীবন ও সমাজের লুকিয়ে থাকা সত্যগুলো রুক্ষ অথচ স্নিগ্ধ ভাষায় ধরা দেয়। মানুষের ভেতরের দুঃখ, ভেজাল সমাজের পচন, ক্ষুধার নিষ্ঠুরতা, অহংকারের পতন, প্রেমের আকুলতা, ভুলের অনুতাপ-সবকিছু তিনি তুলে ধরেছেন এমন সরল স্বরে, যা পাঠকের মনে গভীর দাগ রেখে যায়। তাঁর কবিতায় কল্পনা ও বাস্তব পাশাপাশি হাঁটে, যেমন হাঁটে পাথর হয়ে যাওয়া হৃদয়ের পাশে মানবতার ক্ষীণ আলো।
পাথর-মানুষ গ্রন্থকে বিশেষ করে তোলে মানুষের প্রতি কবির অনন্ত বিশ্বাস। তিনি দেখান- মানুষ কখন ভেঙে পড়ে, কখন কঠিন হয়ে যায়, আবার কখন খুব সামান্য দয়ার স্পর্শে ভেতরটা নতুন করে জেগে ওঠে। দীন মুহাম্মদের কবিতায় ক্ষুধার্ত মানুষের আর্তি যেমন আছে, তেমনি আছে স্বপ্নের পাখা মেলে উড়ে যাওয়ার আকাঙ্ক্ষা। আছে পাপের অন্ধকার, আবার আছে আলোর পথ খোঁজার মানবিক তাগিদও।
‘পাথর-মানুষ’ তাই শুধু কবিতার বই নয়- এ মানুষের অন্তর্গত যাত্রা। এখানে আমরা দেখি সমাজকে, দেখি নিজেকে, দেখি আমাদের ভুল, ভয়, প্রেম, ক্ষোভ ও অনন্ত আশা। এই কবিতাগুলো পড়তে পড়তে মনে হয়- মানুষ হওয়া কত কঠিন, অথচ কত প্রয়োজনীয়। কবি দীন মুহাম্মদের এই গ্রন্থটি সেই মানুষ হয়ে ওঠার পথটিকেই আলতো করে দেখিয়ে দেয়।
Report incorrect information