আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
মোবারক হোসেন ১৯৭৭ সালে ২০ আগস্ট জামালপুর জেলার সদর তাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম- কছের উদ্দিন মুন্সী এবং মাতার নাম ফুলেছা বেগম। তিনি ২০০১ সাল থেকে কবিতা, গল্প, উপন্যাস, গান এবং মুক্তিযুদ্ধভিত্তিক নাটক দিয়ে লেখালেখির জগতে প্রবেশ করেন।
তাঁর লেখায় প্রকৃতির যে অনাবিল সৌন্দর্য তা মানসপটে চমৎকারভাবে ফুটে ওঠে। প্রকৃতির প্রতি মানুষের যে অসীম ভালোবাসা রয়েছে কবিতার ছত্রে ছত্রে প্রতিফলিত হয়। প্রতিটি লেখার শব্দচয়ন যথাযথ। আধুনিক জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, ব্যথা-বেদনার এক অসাধারণ চিত্র ফুটে ওঠে কবিতায় কী গল্পে। যাপিত জীবনের ব্যস্ততম ছুটে চলার বাস্তবিক প্রতিচ্ছবির সাথে না পাওয়ার মনস্তাত্বিক দ্বন্দ্ব সুনিপুণ হাতে অংকন করেন তিনি।
প্রকাশিত লেখা ও গ্রন্থ: জামালপুর বার্তা, দৈনিক বাংলাদেশ, মানব জমিন, ইত্তেফাকসহ আরও অনেক প্রত্রিকায় তাঁর লেখা প্রকাশিত। প্রকাশিত গ্রন্থ: কাব্যগ্রন্থ- আত্মপ্রকাশ, কে যেন পোড়ায়, মানুষের মন, দেশের ছড়া বসুন্ধরা।
উপন্যাস- কাপুরুষ।
গল্পের বই: পশুপাখির রূপকথা, ভুত কিন্তু অদ্ভুত, মামদু ভূতের নাতি, জ্ঞানগল্প, নাইট কুইন, মাটির পরী ইত্যাদি।
পুরস্কার ও সম্মাননা: তিনি ২০২০ সালে ধ্রুপদী সাহিত্য পুরস্কার ২০২০ এবং ২০২২ সালের কবিকোষ সাহিত্য উৎসবে পল্লী কবি জসীম উদ্দীন সাহিত্য পুরস্কারে ভূষিত হন।
Report incorrect information