১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
কবি সাজ্জাদ বিপ্লব সম্পাদিত ওয়েবম্যাগ ‘বাংলা রিভিউ’তে মাঝে মধ্যে নানা বিষয়ে গদ্য লিখি। সম্পাদকের অনুরোধে একসময়ে লিখতে শুরু করি নব্বই ও আশির দশকের কবিদের কবিতা বিষয়ে বিশ্লেষণী গদ্য। একদিন সাজ্জাদ বললেন, কাজী জহিরুল ইসলামের সঙ্গে কি আপনার পরিচয় আছে? তার কবিতা নিয়ে লিখতে পারেন। বললাম, আমি ওনাকে চিনি না। কবিতাও পড়েছি দু’চারটে। এত অল্প জ্ঞান নিয়ে লিখলে তার কবিতার ওপর অবিচার করা হবে। এরপর সাজ্জাদ ভদ্রলোকের কয়েকটি কবিতা আমাকে ই-মেইল করলেন। সেসব কবিতা পড়ে গদ্য লিখলাম। প্রকাশও হলো বাংলা রিভিউতে। সেই সূত্রে কয়েক দিন পর ফেসবুকে পরিচয় কাজী জহিরুল ইসলামের সঙ্গে। আমার গদ্যভাষার বেশ প্রশংসা করলেন। শুনে আমি লজ্জায় মরি! আমাকে হয়তো সমঝদার পাঠক বিবেচনা করে তার কয়েকটি কবিতার বই পাঠিয়ে দিলেন। ব্যস্ততার ফাঁকে-ফাঁকে কবিতাগুলো পড়তে আরম্ভ করি। যত পড়ি ততই মুগ্ধ হই। ছন্দের কী নিপুণ শৈল্পিক কারুকাজ! চিত্রকল্পও অনন্য, যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। শব্দের বুননরীতিতে রয়েছে কবির স্বকীয় ভঙ্গি, যা দীর্ঘ বছর চেষ্টা করেও আমাদের অনেক কবিই আয়ত্ত করতে পারেননি। একদিন মনে হলো, এসব কবিতার শৈল্পিক সৌন্দর্যে আমি একাই কেন মুগ্ধ হব? বাংলা কবিতার মনস্বী পাঠকদের ভেতরও এই মুগ্ধতা ছড়িয়ে দিলে কেমন হয়? এই ইচ্ছায় প্ররোচিত হয়েই লিখতে আরম্ভ করি এই বইয়ের গদ্যগুলো। স্বীকার করতেই হচ্ছে, নানা ব্যস্ততায় কাজী জহিরুল ইসলামের কবিতার প্রকৃত সৌন্দর্য এসব গদ্যে আমি উদ্ভাসিত করতে পারিনি। সেটা হয়তো সম্ভবও হয় না। যে সৌন্দর্য অন্তর্গহনে ঝিরঝির আনন্দের ঢেউ তুলে যায় সেই ঢেউ কি যথার্থ উপায়ে শব্দে তুলে আনা যায়? তবে শব্দের গ্রন্থিতে যতটুকু বাঁধতে পেরেছি তাতেই কাজী জহিরুল ইসলামের কবিতার শিল্প-সুষমায় পাঠক অভিভূত হবেন। আগ্রহী হবেন তার কবিতার অন্তর্বোধ পর্যটনে।
-- আবু তাহের সরফরাজ
Title
কাজী জহিরুল ইসলামের কবিতার শৈল্পিক সৌন্দর্য ও কৃৎকৌশল
কাজী জহিরুল ইসলাম। লিখেন গল্প, কবিতা, ভ্রমণকাহিনি ও প্রবন্ধ। পেশাগত প্রয়ােজনে ছুটে বেড়িয়েছেন দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেছেন পৃথিবীর বহু দেশ। দীর্ঘ দিন খণ্ডকালীন সাংবাদিকতা করেছেন বিভিন্ন পত্র-পত্রিকায়। তাঁর প্রকাশিত উল্লেখযােগ্য গ্রন্থসমূহ : উড়ালগদ্য (কলাম), বিহঙ্গপ্রবণ (আত্মজৈবনিক উপন্যাস), জানা-অজানা আফ্রিকা (ভ্রমণ), গজমােতির দেশ আইভরিকোস্ট (ভ্রমণ) After a Long way (কাব্যগ্রন্থ), ছয় ঠ্যাংঅলা নীল সাপ (গল্প) ইত্যাদি। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ কবি জসীমউদ্দীন পুরস্কার ১৪০৬ এবং ভ্রমণ সাহিত্যে ড. দীনেশ চন্দ্র সেন পদক ২০০৮-এ ভূষিত হয়েছেন। বর্তমানে জাতিসংঘের একজন আন্তর্জাতিক কর্মকর্তা হিসেবে আমেরিকায় কর্মরত। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। স্ত্রী মুক্তি, পুত্র অগ্নি এবং কন্যা জলকে নিয়ে লেখক বসবাস করছেন কাব্যময় সংসারে।