'শামায়েলে তিরমিযী' দরসে নেযামীর সিলেবাসভুক্ত হাদীস শাস্ত্রের সংক্ষিপ্ত, তবে গুরুত্বপূর্ণ একটি কিতাব। 'তাকমীল' বা 'দাওরায়ে হাদীস'-এর পাঠ্যভুক্ত এই কিতাবটিতে চারশ হাদীসের মাধ্যমে নবীয়ে আরবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক আকার-আকৃতি এবং মাথা থেকে পা পর্যন্ত নূরানী শরীর মোবারকের নিখুঁত চিত্র ফুটিয়ে তুলা হয়েছে।
Report incorrect information