Category:রাজনীতির অনুবাদ বই
হোয়াট আঙ্কল স্যাম রিয়েলি ওয়ান্টস
" (What Uncle Sam Really Wants) এর মূল বক্তব্য হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি জনসমক্ষে ঘোষিত লক্ষ্যগুলির (যেমন গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা) সম্পূর্ণ বিপরীত। চমস্কির মতে, আমেরিকা যা "সত্যিই চায়" তা হলো বিশ্বজুড়ে তার অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্য বজায় রাখা এবং কর্পোরেট স্বার্থ রক্ষা করা।
Report incorrect information