জগতে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কারো প্রেম প্রকাশিত হয় আবার কারো প্রেম অপ্রকাশিতই থেকে যায়। কবির জীবনেও এক প্রেম এসেছিল তবে সে প্রেম অপ্রকাশিত প্রেম কোনদিন প্রকাশ পায়নি। যাকে কেন্দ্র করে কবির হৃদয়ে প্রেম জেগে উঠেছিল সে কোনদিন জানতেই পারেনি কবি তাকে ভালোবাসে। কবি তার অধরা প্রেয়সীকে কখনই কাছে পায়নি, চাঁদনী রাতে একসাথে পথ হাঁটেনি তবু যেন কবির সাথে পথ চলছে অদৃশ্য অশরীরীর মত। তার পায়ের শব্দ যেন কবির কানে নূপুরের মত বাজে।
Report incorrect information