Category:প্রবন্ধ, নিবন্ধ ও গবেষণা সমগ্র/সংকলন
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
'গুণীজনের ভাবনায় নজরুল' গ্রন্থটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী চেতনা ও বহুমাত্রিক প্রতিভার ওপর প্রথিতযশা গবেষক ও গুণীজনদের মননশীল প্রবন্ধের এক গুরুত্বপূর্ণ সংকলন । রবীন্দ্রনাথের একচ্ছত্র আধিপত্যের সময়ে ধূমকেতুর মতো নজরুলের আবির্ভাব ছিল বাংলা সাহিত্যে এক বৈপ্লবিক বিস্ফোরণ, যিনি প্রথাগত ধারাকে চ্যালেঞ্জ জানান।
এই সংকলনটি নজরুলের মানবতাবাদী আবেদন, বিদ্রোহের দর্শন ও ভাষিক গণতন্ত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বইটির মূল বক্তব্য হলো: নজরুল ছিলেন বাংলা ভাষার মুক্তিদাতা। তিনি আরবি, ফারসি ও উর্দু শব্দকে শৈলীতে এমনভাবে মিশিয়ে দেন যে, তা তথাকথিত ‘অভিজাত’ ভাষার বেড়াজাল ভেঙে আপামর জনতার সম্পদে পরিণত হয়। তাঁর মানবতাবাদী সাম্যবাদের মূলমন্ত্র ছিল- 'মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান। এখানে জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ ‘নজরুল ও বাংলা ভাষার মুক্তি' নিয়ে আলোকপাত করেছেন।
আবদুল মান্নান সৈয়দ নজরুলের কালজয়ী কবিতা 'বিদ্রোহী'-এর দার্শনিক গভীরতা বিশ্লেষণ করেছেন। আবদুল হাই শিকদার ‘আক্রান্ত জাতীয় কবি' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম-এর দেশপ্রেম ও মানবতাবাদী চিন্তাকে যেভাবে আঘাত করা হয়েছে, তার বিশদ কারণগুলো তুলে ধরেছেন।
অন্যদিকে, মোহাম্মদ আজম-এর প্রবন্ধে নজরুলের সৃষ্টিশীলতা, কর্মযোগ এবং সাহিত্যকর্মের স্থায়ী তাৎপর্য বা ফোর্টলেবেন (Fortleben) নিয়ে তাত্ত্বিক বিশ্লেষণ রয়েছে।
বিশেষত, গ্রন্থটি দেশের সাম্প্রতিক 'চব্বিশের বিপ্লব'-এর প্রেক্ষাপটে নজরুলকে নতুন বাংলাদেশের সাংস্কৃতিক ও ভাষিক মুক্তির আন্দোলনের জন্য এক অপরিহার্য আদর্শিক ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে। গ্রন্থটি প্রমাণ করে যে, নজরুলের চিন্তা ও দর্শন চিরকাল সকল সংকীর্ণতার ঊর্ধ্বে মানবমুক্তির পথ দেখাবে।
Report incorrect information