Category:প্রবন্ধ, নিবন্ধ ও গবেষণা সমগ্র/সংকলন
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
‘নজরুলের 'বিদ্রোহী’: সৃষ্টি ও দৃষ্টি' গ্রন্থটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা 'বিদ্রোহী'-কে কেবল বাংলা সাহিত্যের নয়, বরং বিশ্ব সাহিত্যের পটভূমিতে এক নতুন মাত্রায় বিশ্লেষণ করেছে। গ্রন্থটির মূল প্রতিপাদ্য হলো: 'বিদ্রোহী' কবিতাটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, সকল প্রকার নিপীড়ন, বৈষম্য এবং সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে ঘোষিত এক স্বাধীনতার ইশতেহার।
এই গবেষণাধর্মী পাণ্ডুলিপিতে দেখিয়েছেন, কীভাবে ‘বিদ্রোহী' কবিতা তৎকালীন পরাধীন ভারতীয় উপমহাদেশসহ পৃথিবীর সকল উপনিবেশিত মানুষের মধ্যে মুক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। এর অন্যতম আকর্ষণ হলো, পশ্চিমা সাহিত্যে আলোচিত ওয়াল্ট হুইটম্যানের ‘সঙ অব মাইসেলফ্’ ও টি. এস. এলিয়টের ‘দ্যা ওয়েস্টল্যান্ড'-এর মতো কবিতার সঙ্গে 'বিদ্রোহী'-এর বিস্তৃত ও তাত্ত্বিক তুলনামূলক বিশ্লেষণ ।
বইটিতে যুক্তি সহকারে প্রমাণ করা হয়েছে, গঠন ও বিষয়বস্তুর দিক থেকে 'বিদ্রোহী' যেকোনো প্রতিরোধ সাহিত্যের তুলনায় শ্রেষ্ঠ। এ ছাড়া, উপনিবেশবাদ কীভাবে সাম্প্রদায়িক বিভক্তি তৈরি করে এবং মিথ বা পৌরাণিক বিষয়ের নান্দনিক ব্যবহার নজরুল কীভাবে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে করেছিলেন, তার গভীর বিশ্লেষণ এই বইটিকে নজরুল গবেষণায় এক অপরিহার্য সংযোজন করেছে। নজরুল-মানস এবং তাঁর সর্বজনীন দ্রোহের দার্শনিক ভিত্তি বুঝতে আগ্রহী পাঠকের জন্য এটি এক গুরুত্বপূর্ণ আকরগ্রন্থ ।
Report incorrect information