পাবলিশার'স নোট
সাদাত হাসান মান্টো (মে ১১, ১৯১২ - জানুয়ারি ১৮, ১৯৫৫) আর ইসমত চুগতাই (অগাস্ট ২১, ১৯১৫ - অক্টোবর ২৪, ১৯৯১) দুইজনই উর্দু ভাষার ফিকশন রাইটার… কাছাকাছি সময়েই লেখালেখি করছেন উনারা; কিছুদিন ফ্রেন্ডশিপও ছিল উনাদের, ফ্যামিলিতে যাওয়া-আসা ছিল, একসাথে ফিল্ম-ইন্ড্রাষ্ট্রিতে কিছুদিন কাজও করছেন মনেহয়…
উনারা আলাদা আলাদা সময়ে নিজেদের একসাথে থাকা সময়টারে নিয়া লেখছেন, সাদাত হাসান মান্টো তো ৫০ বছর বয়সের আগেই মারা গেছেন, অভাবে ও অনেক কষ্টে… আর ইসমত চুগতাই রিলেটিভলি লং-লাইফ পাইছিলেন, ইনডিয়াতে সর্বোচ্চ রাষ্ট্রিয় রিকগনিশনও পাইছেন… যার ফলে অই টাইম’রে উনারা একইভাবে মনে করতেছেন না, দেখার আলাদা নজর তো আছেই, আর দুইজনেই খুব কমপ্যাশন নিয়া একজন আরেকজনের কথা মনে করছেন!
Report incorrect information