শিষ্ট রীতিতে শুদ্ধ বাংলা শব্দ লিখতে গেলে তা কোন বানানে লিখতে হবে এবং কেনই বা সেই বানানে তা লিখতে হবে, সেটাই হলো অধ্যাপক স্বপন কুমার রায় এর লেখা "শুদ্ধ বাংলা শিষ্ট রীতি" বইটির মূল প্রসংগ। বইটি প্রচলিত বাংলা ব্যাকরণকে সমর্থন করে। তবে বিশ্বব্যাকরণের (ইউ জি) এর সংগে তাল মিলিয়ে বাংলা ধ্বনিমূল, শব্দশ্রেণি, বাক্য ও কবিতার ভাষা বিষয়ে কথা বলতে গিয়ে লেখক "বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ" বিষয়ে অনেক আপত্তি তুলে ধরেছেন। তা ছাড়া বাংলা শব্দ গঠনের রহস্য বা মূল অর্থরেখা বা সিমেমি বিষয়ে লেখকের আলোচনা বাংলা ব্যাকরণে বোধহয় নতুন প্রসংগ। আশা করি সে সব ক্ষেত্রে পাঠক সমাজ লেখকের দায়িত্বশীলতার পরিচয় পাবেন। আরো আশা করা যায় এই বই -এর আলোকে বাংলা একাডেমি তাদের প্রমিত বাংলা ভাষার ব্যাকরণের প্রয়োজনীয় সংস্কার করবেন। যাহোক সর্বশ্রেণীর পাঠক বোধহয় এই বই পড়ে এতে তাদের কিছু আগ্রহের জায়গা খুজে পাবেন। তাই জ্ঞান চর্চায় আগ্রহী সকলকে বইটি হাতে নিতে বলাই যায়।
Report incorrect information