‘পরাজিত মানবতা’ কবি দীপ্ত হৃদ মতিনের একক কাব্যগ্রন্থ। কবি তাঁর বাস্তব অভিজ্ঞতার আলোকে এ গ্রন্থের কবিতাগুলো অত্যন্ত সহজ-সরল ভাষায় রচনা করেছেন। কবির পর্যবেক্ষণ অত্যন্ত তীক্ষè। বর্তমান পৃথিবীতে চলার পথে একশ্রেণির মানুষ প্রত্যেকটা জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে, অবহেলিত হচ্ছে, জীবনযাপনের ক্ষেত্রেও অকল্পনীয় সমস্যার মুখোমুখি হয়ে নীতি-আদর্শের কাছেও অনেক সময় পরাজিত হতে হচ্ছে। আর সে ঘটনাগুলোই কবি কাব্যিক রূপ দিয়ে তাঁর ‘পরাজিত মানবতা’ কাব্যগ্রন্থে চমৎকারভাবে উপস্থাপন করেছেন।
যেমন:
তোমার সময় যায় অনাদরে/উঁচু আসনে বসেন যতো নির্গুণ।
এ দোষ তোমার নয়/তুমি অবিচারের শিকার
আজ বিবেকের এতো পরাজয়! (কোন গুণে এতো প্রাপ্তি)
অথবা:
অবিচার-বঞ্চনার-নিপীড়নের শিকার মানুষের/আত্মচিৎকার শোনার, আমলে নেবার কেউ নেই,
আজ মনে হয়, মানুষ নেই মানুষের পাশে,/ মনুষ্যত্ব যেনো বিলুপ্ত, পরাজিত মানবতা। (পরাজিত মানবতা)
আশাকরি কাব্যগ্রন্থটি পাঠক সমাদৃত হবে।
Report incorrect information