কবি শাকিল মাহমুদ শাহিনের একক কাব্যগ্রন্থ ‘রক্ত দিয়ে স্বাধীনতা’। এ গ্রন্থটিতে জুলাই গণ-অভুত্থানের ও একাত্তরের স্বাধীনতার বিভিন্ন ধরনের কবিতার সন্নিবেশ ঘটেছে। কখনো গর্জে ওঠার হুংকার, কখনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, কখনো সমাজের প্রতি অসঙ্গতি তার লেখায় স্পষ্ট প্রতীয়মান।
এমন স্বাধীনতা চাইনি আমরা/তিলে তিলে দেয় কষ্ট /যাদের অত্যাচারে দেশের পরিবেশ /দিনে দিনে হয় নষ্ট। (কবিতা-স্বাধীনতা আজ কোথায়)
অথবা
বিজয় মানে স্বাধীন দেশের লাল-সবুজের পতাকা/একাত্তরে দুই লক্ষ মা -বোন ও শহিদের রক্তে আঁকা। (কবিতা-বিজয়ের সুর)
এমনই অসংখ্য পঙ্ক্তি দিয়ে সাজানো কবি শাকিল মাহমুদ শাহিনের কবিতাগুলো। পরাধীন একটি দেশকে স্বাধীনতায় মোড়াতে গিয়ে কত মানুষের রক্ত ঝরেছে, কত মানুষ নির্যাতনের স্বীকার হয়েছে তা হিসেবের খাতায় ফেলা যায় না। কবি সেই দুর্বিষহ ঘটনাগুলোই স্মৃতিচারণ করেছেন কবিতার মাধ্যমে তার এ কাব্যগ্রন্থে। যুগ যুগ ধরে কবিরা কলমের মাধ্যমেই তাদের আনাচে-কানাচে ঘটে যাওয়া ঘটনাগুলো তুলে ধরেছেন। কবিরা যেন সমাজের আয়না। শাকিল মাহমুদ শাহিনও তার ব্যতিক্রম নন। আশাকরি ব্যতিক্রমধর্মী এ বইটি পাঠকের কাছে ভালো লাগবে এবং পাঠক অনেক অজানা তথ্য সম্পর্কে অবগত হবে। কবির জন্য শুভকামনা এবং বইটির পাঠকপ্রিয়তা কামনা করছি।
Report incorrect information