এক দেশে ছিল বিশাল এক জঙ্গল। সেখানে সব প্রাণী মিলেমিশে একে অপরের বন্ধু হয়ে বাস করত। হঠাৎ একদিন প্রচণ্ড ঝড়ে গাছপালা ভেঙে লন্ডভন্ড হয়ে গেল বন। অনেক প্রাণী মারা গেল। যারা বেঁচে গেল, তারা কষ্টে খাবারের অভাবে দিন কাটাতে লাগল। এত দুঃখের মাঝেও প্রাণীরা একে অপরের সাহস হয়ে ছিল। হঠাৎ কোথা থেকে এক বাঘ এসে বলল-আমি আজ থেকে এই বনের রাজা। সে আদেশ দিলো, সবাই তাকে সালাম করবে, খাবার জোগাড় করবে আর সেবা করবে। হতভম্ব হলেও প্রাণীরা ভয় পেল না। সবাই ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে দাঁড়াল। প্রতিবাদ করল। সবাই দারুণ বুদ্ধি করে শায়েস্তা করল দাম্ভিক বাঘকে। কিন্তু কীভাবে তা আমরা জানব ‘হলদে হালুম বাঘ’ গল্পে।
Report incorrect information