ছটফটে আর ভীষণ সুন্দর দেখতে ছোট্ট ঘোড়া টিমটিম মায়ের সাথে সুখেই দিন কাটাচ্ছিল। সারাদিন ঘুরেফিরে মায়ের কোলে ফিরে আনন্দে ঘুমিয়ে পড়ত ছোট্ট টিমটিম।
হঠাৎই মাঝরাতে একদিন ঝড় শুরু হয়, ঘর পানিতে ভরে যায়, ছোট্ট টিমটিম আশ্রয় খোঁজে মায়ের কোলে। বিকট শব্দে বিদ্যুৎ চমকালে ঘুম ভেঙে দেখে মা পাশে নেই। দৌড়ে নদীর পাড়ে গিয়ে দেখে তার মা ভেসে যাচ্ছে ঢেউয়ের তোড়ে। চিৎকার করে বলছে-‘ভালো থেকো বাচ্চা আমার, বিশ্বাস রেখো মনে, একদিন দেখা হবেই সোনা।’ কথা শেষ না হতেই চোখে জল নিয়ে টিমটিমের মা ভেসে গেল ঢেউয়ের তোড়ে।
ছোট্ট ঘোড়া চিৎকার করে মা বলে ডেকে ওঠে। কিন্তু মায়ের আর কোনো সাড়াশব্দ পায় না ঝড়ের গর্জনে। হাউমাউ করে কাঁদতে থাকে আর প্রতিজ্ঞা করে মাকে সে খুঁজে বের করবেই। কিন্তু এত বিশাল নদী পাড়ি দেবে কীভাবে ছোট্ট বাচ্চা ঘোড়া টিমটিম...
Report incorrect information