Category:শিশু-কিশোর: রূপকথা, উপকথা ও লোককাহিনী
জাপানি সাহিত্য দেশটির অত্যন্ত সমৃদ্ধ ঐতিহ্যেরই অংশ। তাদের রূপকথা সম্পর্কেও একই কথা বলা যায়। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমা হামলায় বিপর্যস্ত এই দেশটি দ্রুততার সঙ্গে অর্থনৈতিক ও অন্যান্য ব্যাপারে পৃথিবীব্যাপী সাফল্যের একটি অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। ফলে জাপানের শিল্প-সাহিত্য-সংস্কৃতির প্রতি সবার আগ্রহও সীমাহীন।
জাপানের রূপকথার জগৎটি অত্যন্ত রোমাঞ্চকর। ফ্যান্টাসির বিভিন্ন উপকরণ সেখানে ভিড় করে। দৈত্যদানব, পশুপাখি, ভূতপ্রেত, দেবদেবী, পুরোহিত, সাধু, রাজপুত্র-রাজকন্যাদের চিত্ররূপময় ভুবন আভাসিত হয়ে উঠেছে। যেখানে যুক্তির শৃঙ্খলা ভেঙে পড়ে গল্পের মোহন মাধুর্যে। জাপানি গল্পের বিভিন্ন সংকলন থেকে বাছাই করা অনূদিত রূপকথাগুলো যেমন সরস, তেমনি দেশটির ঐতিহ্যময় সংস্কৃতির পরিচয়বাহী।
নিশীথ সূর্যের দেশ জাপানের লোকসংস্কৃতি সম্পর্কে আমাদের কৌতূহল কথাসাহিত্যিক দিলওয়ার হাসানের অনূদিত রূপকথার মধ্য দিয়ে কিছুটা পূরণ হবে বলে আশা করি। একদিকে রূপকথাগুলোর রূপময় জগৎ, অন্যদিকে ভাষার সরলতা সহজেই শিশুর মনের আনন্দময় অনুভূতি বাড়িয়ে তুলতে পারবে। লোককাহিনি বা রূপকথার গল্পে মানুষের কল্পনার সীমা থাকে বিস্তৃত। এই বইয়ে সন্নিবেশিত কাহিনিগুলোও তার ব্যতিক্রম নয়। গল্প পাঠের সুখকর উপলব্ধি দিলওয়ার হাসান তাঁর অনুবাদের মধ্যেও ধরে রেখেছেন। তাছাড়া মনোমুগ্ধকর অলংকরণ বইটির আকর্ষণ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।
Report incorrect information