সম্পাদকীয়
শেষপর্যন্ত মহাশিং-এর ঢেউ পাঠকের হৃদরাজ্যে ফিরছে। ২০২০ সালে অনেক লেখকের কাছ থেকে জমা নেয়া লেখা আমরা এতদিন পর্যন্ত সংগ্রহে রেখেছি পরম আদরে আর শ্রদ্ধায়। আমাদের বিশ্বাস ছিলো একদিন পাঠকের দুয়ারে কড়া নাড়ার, আজ সেদিন এলো।
নানা চড়াই-উতরাই পেরিয়ে মহাশিং আবার সচল হলো। আমাদের এ যাত্রায় নতুন লেখকও আছেন। নতুন পুরাতনের এই মেলবন্ধন আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে নিঃসন্দেহে। মহাশিং সৃষ্টি সংখ্যার উপলক্ষ ছিলো মুরারিচাঁদ কলেজের মুকুপের বইমেলা। সানন্দচিত্তে সে সংখ্যার লেখকের আধিক্য ছিলো ক্যাম্পাস ভিত্তিক, এবার আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে গেলাম। এমসি কলেজের অনেক লেখক এবারের সংখ্যাও ঋদ্ধ করেছেন।
কবিতার জয় হোক। গল্প আসুক আমাদের মুগ্ধ করতে। আর গদ্য দিয়ে যাক একরাশ আলোর বার্তা। সে আলোর রেশ ধরেই আমরা হাঁটবো একসাথে। কথা দিলাম।
Report incorrect information