Category:রোমান্টিক উপন্যাস
ফারহান এবার লম্বা একটা নিঃশ্বাস নেয়। তার চোখের পানিগুলো চিকচিক করছে। সে পরম আদরে অয়ন্দিতার মাথায় হাত রাখে। এরপর বলে, “তোমার মন যদি এখনও অন্য কারো কাছে আটকে থাকে, তাহলে আমার সঙ্গে থাকাটা শুধু সামাজিক দায়বদ্ধতা। আমি সেটা কখনো চাই না। আমি চাই না তুমি আমার সঙ্গে থাকো, যদি না তোমার মনের ভেতর আমি থাকি।”
Report incorrect information