আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
নদী মানুষের জীবননিয়ন্ত্রক।
বাঙালির অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে নদীর ভূমিকা স্বীকার্য। বাঙালির যে নরম মন, সংগীতপ্রীতি, উদার মনস্কতা-সবই নদীর জন্যই। ধর্মদর্শনে আর সাহিত্যশিল্পে নদীর অনিবার্য প্রতিফলন। বঙ্গদেশে নদী নিজেও একটা চরিত্র। নদী মানবজীবনের ঘটনা নিয়ন্ত্রণ করে। তীরবর্তী মানুষের ভাগ্যবিধাতা হিসেবে কাজ করে।
নদী নিয়ে বাংলায় কত যে উপন্যাস গল্প কবিতা নাটক প্রবন্ধ রচিত হয়েছে! অভিধানও কি কম রচিত হয়েছে? এপার এবং ওপার বাংলা মিলে অনেক নদী অভিধান। বৈচিত্র্যে একটির সঙ্গে অন্যটির খুব বেশি তফাত নেই। কিন্তু তফাত থাকা উচিত ছিল।
সেই তফাতটা তৈরি করতে পেরেছেন পুরাণবিদ জ্যোতির্ময় সেন। তাঁর ‘পৌরাণিক নদী অভিধানে’। অভিধানটি নির্মাণ করতে গিয়ে তিনি মূলত পুরাণকালকে সময় হিসেবে বেছে নিয়েছেন। বর্তমানে বাজারে প্রাপ্ত নদী অভিধানে শুধু জীবিত নদীর সন্ধান মেলে। কিন্তু জ্যোতির্ময় সেন তাঁর এই অভিধানটিতে বৈদিক কাল থেকে আরম্ভ করে বর্তমান কাল পর্যন্ত জীবিত ও মৃত সাত শতাধিক নদীর সুলুকসন্ধান দিয়েছেন। ওই সব নদী নিয়ে মুনি-ঋষিদের যে শ্লোক এবং যে গল্পবৃত্তান্ত, তাও উপস্থাপন করেছেন। যা পাঠকের এক বড়ো পাওয়া!
দীর্ঘদিনের পরিশ্রমে এই অভিধানের নির্মিতি। শ্রমে-ঘামে, রূপে-রসে, তত্ত্বে-তথ্যে এই অভিধানটি পাঠকের কাছে আকরগ্রন্থের মর্যাদা পাবে বলে আমাদের দৃঢ়বিশ্বাস।
Report incorrect information