Category:নাটক
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
‘নবান্ন’ নাটকের প্রথম অভিনয় ‘খুব সম্ভবত’ ২৪ অক্টোবর, ১৯৪৪ শ্রীরঙ্গম রঙ্গমঞ্চে। সমস্ত নাটক জুড়ে এক নতুন দৃষ্টিভঙ্গি। একজন নায়ক বা একজন অভিনেতাকে কেন্দ্র করে আর নাটক ও নাট্যকলা আবর্তিত হয় না তা এই নাটকে বোঝা গেছে। রবীন্দ্রনাথ থেকে শিশিরকুমার পর্যন্ত অতিরিক্ত বাচনের ব্যক্তিকেন্দ্রিক অভিনয়কলার পরিচয় রেখে গেছেন। এবার এই প্রথম দেখা গেছে অভিনয়ে, সংগীতে, সমস্ত জুড়ে একটি ঐক্য রীতির প্রয়োগ-সমগ্রের সম-বিকাশ। কি নাট্যকলায়, কি অভিনয়ে, কি মঞ্চসজ্জায় এক বাস্তবতা, জীবনমুখীনতা। আগেকার যুগের চমক, চটক ও রোমান্স্-এর স্থানে এসেছে সহজ বলিষ্ঠ জীবন। ১৯৪২ থেকে ৪৪ সাল পর্যন্ত যে বিভিন্ন বিপর্যয় নেমে এসেছে গ্রাম-বাংলার জনজীবনেÑতার প্রত্যেকটিকে দেখানো হয়েছে যেন বিচ্ছিন্ন করে।
Report incorrect information