গ্র্যাজুয়েশন শেষ করার পরে আপনি দেশে থাকুন বা দেশের বাইরে যান, সরকারি চাকরি করুন বা প্রাইভেট সেক্টরে কাজ করুন — দিনশেষে আপনাকে চাকরি করতেই হবে। এমনকি আপনি যদি নিজের ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে তোলেন, তবুও সেটাও এক ধরনের চাকরি — কারণ আপনি তখন নিজের কোম্পানিতেই কাজ করছেন।
------ এটাই হলো thumb rule.
একজন ১০-১৫ বছরের চাকরি করা ব্যক্তি তার কর্মজীবনে যেসব বিষয় শিখে নেয় (যাকে আমরা “অভিজ্ঞতা” বলি), এই বইতে সেই সকল বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। এখন ধরুন, আপনি এই বইটি পড়লেন — তার মানে আপনি সেই সব অভিজ্ঞতা শুরু থেকেই মাথায় নিয়ে চাকরির বাজারে নামছেন। ভাবুন তো, এতে আপনি আপনার সহকর্মীদের তুলনায় কত বছর এগিয়ে থাকবেন!
গ্রাজুয়েশন শেষ করার পর অনেকেই বিভ্রান্ত থাকেন— “এখন আমি কী করব?”, “কোথায় চাকুরী পাব?”, “ইন্টারভিউতে কি প্রশ্ন করবে?”, “অফিসে গিয়ে কীভাবে নিজেকে প্রমাণ করব?”
এই বইটি হচ্ছে ঠিক সেই জায়গাটায় সাহায্য করার জন্য — যাতে একজন নতুন গ্রাজুয়েট বা বিশেষ করে আইটি প্রফেশনাল বুঝতে পারেন, কিভাবে ক্যারিয়ারের শুরুটা সঠিকভাবে করতে হয় এবং দীর্ঘ মেয়াদে কিভাবে গ্রোথ করা যায়।
এখানে শুধু টেকনিক্যাল বিষয় নয়, বরং আলোচনা করা হয়েছে soft skills, corporate behaviour, communication, এবং career mindset নিয়ে — যা সাধারণত বই বা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে শেখানো হয় না, কিন্তু বাস্তব জীবনের চাকুরীতে সবচেয়ে বেশি কাজে লাগে।প্রতিটি অধ্যায় তৈরি করা হয়েছে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে, যেখানে আপনি শিখবেন কিভাবে একজন প্রফেশনাল হিসেবে চিন্তা করতে হয়, কীভাবে সমস্যা সামলাতে হয়, এবং কীভাবে নিজেকে উন্নত করতে হয়।
সাধারণত আমাদের আইটি ফ্রেশাররা কিছু সাধারণ কিন্তু গুরুতর ভুলের কারণে চাকুরী পায় না বা ইন্টারভিউতে ভালো করতে পারে না। কেউ কেউ চাকুরী পাওয়ার পরেও কাজের ধরন, টিম কালচার বা ক্লাইন্ট কমিউনিকেশন বুঝতে না পেরে কয়েক মাসের মধ্যে চাকুরী হারায়।
Title
IT ক্যারিয়ারের পথে: একজন CSE গ্রাজুয়েটের যাত্রা শুরু