Category:কলকাতা পুস্তকমেলা ২০২৫
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
১৯ শে মে, ১৯৬১। আসামের শিলচর শহর।
উত্তরপূর্ব ভারতের বরাক উপত্যকার বুকে নিবিড় সবুজে ঘেরা এই ছোট্ট শহর আজ যেন হঠাৎ কোনও প্রাচীন আগ্নেয়গিরির মত জ্বলে উঠেছে।
ভোরবেলা থেকে গোটা শহরে ত্রাহী ত্রাহী রব। কাতারে কাতারে লোক ছুটে চলেছে শিলচর রেলস্টেশনের দিকে। কেউ খালি পায়ে, কেউ লাঠি হাতে, কেউ ছোটো শিশুদের কাঁধে বসিয়ে। সরু সরু কাঁচা রাস্তায় গরুর গাড়ি আর পায়ে হাঁটা মানুষের ভিড়ে জমে উঠেছে ধুলো, কিন্তু সেই ধুলো ঢাকা মুখেও ফুটে উঠছে প্রতিজ্ঞার দীপ্তি। মাথায় গামছা বাঁধা কৃষক, শাড়ির আঁচল সামলে ছুটে আসা গৃহবধূ, কাঁচা স্কুলের ইউনিফর্ম গায়ে সদ্য বড় হওয়া ছেলেমেয়ে, সবার চোখেই একটা অনড় জেদ।
আজ ট্রেন অচল করতেই হবে। নাহলে কিছুতেই রাজ্যসরকারকে টলানো যাবে না।
শহরের গা ঘেঁষে চলা বরাক নদীও তার ঢেউয়ে যেন আজ কোনও অজানা সঙ্গীত বয়ে নিয়ে যাচ্ছে। কাকডাকা ভোরে কুয়াশার চাদর ভেদ করে যেন গোপনে শুনে নিচ্ছে মানুষের রক্তগরম কথাবার্তা। বাতাসে কাঁচা বাঁশ আর কাঁঠালের গন্ধ মিশে আছে ধ্বনির সঙ্গে। যেন প্রকৃতিও জানে, আজকের সকালটা আর পাঁচটা সকালের মতো নয়।
তারপর?
বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন, আসামের ভাষা বিপ্লবের জ্বলন্ত প্রেক্ষিতে মহাবিপ্লবী উল্লাসকর দত্তের অবিশ্বাস্য জীবন উপাখ্যান এবং বাংলার পরিকল্পিত হত্যা ষড়যন্ত্রের মর্মন্তুদ আঁকা হয়েছে এই বিস্তৃত পটভূমির উপন্যাসে। রয়েছেন বহু বিস্মৃত দেশপ্রেমিক। আবেগে ভাসা উপাখ্যান।
Report incorrect information