Get eBook Version
TK. 90সাহিত্যের ভুবনে কিছু কিছু লেখা থাকে, যেগুলো পাঠকের হৃদয়ের গভীরে গিয়ে নাড়া দেয়। কবি ও গল্পকার নুশরাত রুমুর ছোটগল্পের বই ‘নজরানা’ তেমনই এক সাহিত্যকর্ম। এই বইয়ের গল্পগুলোতে রয়েছে জীবনের টানাপোড়েন, ভালোবাসা আর বিয়োগের অনিবার্য সত্য, আবার আছে আশার আলো। বাস্তব জীবনের মতোই গল্পগুলোর চরিত্ররা হাসে, কাঁদে, ভুল করে, আবার ভেঙে গিয়ে নতুন করে দাঁড়ায়। পাঠক সহজেই নিজের প্রতিচ্ছবি খুঁজে পাবে এইসব চরিত্রের মধ্যে।
নুশরাত রুমুর লেখনশৈলীতে সবচেয়ে বেশি মুগ্ধ হওয়ার জায়গা হলো—তিনি খুব সরল অথচ গভীর ভাষায় গল্প বলেন। তার শব্দচয়ন, দৃশ্যায়ন ও আবেগের টান পাঠককে একেবারে গল্পের ভেতরে নিয়ে যায়। যেন আমরা শুধু গল্প পড়ছি না, বরং তার ভেতর দিয়ে বেঁচে উঠছি।
‘নজরানা’র প্রতিটি গল্পই আলাদা আবহ তৈরি করেছে। কখনো মমতায় ভরা, কখনো বিষাদের ছোঁয়া, আবার কখনো জীবনের অদম্য শক্তির প্রকাশ। এই বৈচিত্র্যই বইটিকে বিশেষ করেছে।
আমি বিশ্বাস করি, পাঠকের কাছে বইটি হবে আবেগের এক মূল্যবান উপহার। তাই বইটির নামের মতোই এই ছোটগল্পের বইটি হবে লেখকের পক্ষ থেকে পাঠকদের জন্য এক অনন্য ‘নজরানা’।
অমর একুশে বইমেলা ২০২৬-এ লেখাচিত্র প্রকাশনী থেকে প্রকাশিত এই গ্রন্থের জন্য লেখক নুশরাত রুমুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তার কলম আরও দীপ্ত হোক, গল্পের ভুবন সমৃদ্ধ করুক।
— মোহাম্মদ অংকন
কবি ও কথাসাহিত্যিক
Report incorrect information