প্রি-অর্ডারের এই পণ্যটি 30 Nov 2025 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে.
নব্বই শব্দটা শুনলেই অজান্তেই কানে ভেসে আসে ধুলোমাখা ক্যাসেট প্লেয়ারের বারবার বাঁধতে থাকা হেমন্ত মুখোপাধ্যায়ের গান। কোনো বারান্দায় বসে থাকা রমনীর অপেক্ষায় থাকা সেই টেলিফোনের ট্রিং ট্রিং শব্দ। ম্যাসেজে নয় তখন প্রেমটাও ছিলো চিঠির খামে মোড়া কাঁপা হাতে লেখা, "ভালো আছো তো?"। সাদা কালো ছবির মতো সাদামাটা জীবনের সেই নির্ভেজাল সময়টা এখন ডিজিটাল যুগে এসে কোথাও হারিয়ে গেছে। না হারিয়ে যায় নি, হয়তো লুকিয়ে আছে কোনো খয়েরি মলাটের ডায়েরিতে, কোনো ধুলোজমা সেই রেডিওতে নয়তো মনের অন্তরালের কোনো স্মৃতিতে।