বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
ভেঙে গেলে ব্রিজ কি আর ব্রিজ থাকে? এই প্রশ্ন ঘোরাফেরা করে উপন্যাসের কেন্দ্রে। এই উপন্যাসের মুখ্য চরিত্র, কলকাতার অনতিদূরে সীমান্ত-সংলগ্ন এক আপাতশান্ত মফস্সল শহর। এই মফস্সলেরই এক অনাথ আশ্রমে বেড়ে ওঠে কিশোর রাজা; পদবিহীন, রাজত্বহীন, ‘রাজা’।
তার প্রিয় ইস্ত্রিওয়ালা সবুজদা, নিঃসঙ্গ লীদাদু, আধপাগলা মোমবাতি, লাইব্রেরিয়ান মেরী অ্যান, সিডির দোকানদার নাড়ু, পরিযায়ী শ্রমিক পদা, নাপিত শিবু, ট্যাক্সিচালক আব্দুল…সকলের জীবন আর যাপনের সঙ্গে সম্পৃক্ত এই মফস্সল এবং তার একপাশে থাকা ভাঙা ব্রিজ।
মুক্তিদেবী স্মৃতি পাঠাগারের মুক্তি দেবীর পরিচয়, মাইকা ফ্যাক্টরির বন্ধ হয়ে যাওয়ার কারণ, চাঁদের বাড়িতে লীদাদুর আস্তানা, মিহির আর অবন্তীর হারানো সুর, সমর আর সাগরিকার সংসার, জুবিন আর মেহেরের সাধের ক্যাফে সিনাগঘ, আব্দুল আর বিপাশার অনুচ্চারিত অসম প্রেম, ক্রিস্টিনার সীমান্ত ছুঁতে চাওয়া… এমন কত অজানার সন্ধানে হন্যে হয়ে ফেরে রাজার কিশোর মন।
‘ভাঙা ব্রিজ’ শুধু জনজীবনে স্থিতিশীলতা হারানোর গল্প বলে না, নিয়ে যায় আরও বৃহৎ পরিসরে।
Report incorrect information