* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
ফ্ল্যাপ:
একদিন হঠাৎ সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের দরবারে ঢুকে পড়ে এক অচেনা আগন্তুক। শরীর জুড়ে ক্ষত, কপাল বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত, তবুও হাসপাতালে না গিয়ে ছুটে এসেছে সরাসরি সুলতানের কাছে। কারণ তার কাছে আছে এমন এক গোপন তথ্য, যা ফাঁস হলে উন্মোচিত হবে সাম্রাজ্য কাঁপানো এক গোপন ভয়ঙ্কর ষড়যন্ত্র।
কিন্তু যখন সে মুখ খুলতে যাচ্ছে, তখনই যন্ত্রণায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয় এবং অজানা থেকে যায় সেই গোপন তথ্য।
কে এই রহস্যময় আগন্তুক? কী সেই গোপন তথ্য, যে তথ্যের ফাঁস রোধ করতে মৃত্যুই হয়ে গেল তার একমাত্র পরিণতি। শেষ পর্যন্ত কি সুলতান সেই অন্ধকার রহস্য উন্মোচন করতে পারবেন? কারা রয়েছে এই চক্রান্তের আড়ালে, আর তাদের আসল উদ্দেশ্যই বা কী?
প্রিয় পাঠক, আপনাকে স্বাগতম এমন এক খেলায়—যেখানে সত্য এবং রহস্য দম বন্ধ করে, ষড়যন্ত্র ফাঁদ পাতে আর বিশ্বাসঘাতক হাসে ছায়ার আড়ালে।
“দ্য রেড সুলতান”—ওসমানীয় সাম্রাজ্যের খলিফা সুলতান আব্দুল হামিদের শাসনামলের প্রেক্ষাপটে রচিত এক রাজনৈতিক থ্রিলার। এখানে রয়েছে টুইস্ট, অ্যাকশন, রহস্য আর আবেগের সমন্বয়। সুলতান বনাম পশ্চিমাদের রাজনীতি আর মাইন্ড গেম এমনভাবে ফুটে উঠেছে যে, প্রতিটি অধ্যায় শেষে আপনাকে পরের পৃষ্ঠা উল্টাতে বাধ্য করবে।
উপন্যাস - দ্য রেড সুলতান
লেখক - মুহাম্মদ জাহিদ হোসাইন
Report incorrect information