এক পাদ্রীর সুন্দরী কন্যাকে স্পেনের বিলাসী রাজা রডারিক জোরপূর্বক রেখে দিলো। পাদ্রী বিচার দিলো মুসলমানদের দরবারে খিলাফতে। সেই সাতশ-আটশ হিজরির কথা। পাদ্রীর কন্যাকে মুক্ত করতে ঘোড়া ছুটিয়ে জিব্রিলটায় নামলেন তারিক বিন যিয়াদ ও মুসা ইবনে নুসায়ির। সেই যে শুরু, শেষ হলো আটশত বছর পর।
এই গল্প আমাদের আন্দালুসের। আমাদের আল হামরার। আমাদের জামে কর্ডোভার। আমাদের অনিন্দ্য সুন্দর এই অতীতের মালায় রঙ বেরঙের ফুল গেঁথেছিলেন আবদুর রহমান আদ দাখিল, ইবনে হাযম আল আন্দালুসিরা।
আমাদের সোনালী দিনের রূপালী সেসব গল্পে গল্পে - আমাদের আন্দালুস
Report incorrect information